নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

সত্যি যদি হতো

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৩





স্বপ্নগুলি সত্যি যদি হতো
স্বপ্নগুলি স্বপ্ন হয়ে রয়।
সত্যি যদি হতো
সত্যি যদি হতো।

রাতের আকাশ আমায় যদি নিতো
সঙ্গী করে তার
যেতাম আমি ভেসে ওই দেশে-তারার
সত্যি যদি হতো।

স্বপ্নগুলি স্বপ্ন হয়ে রয়
স্বপ্নগুলি স্বপ্ন হয়ে রয়

সঙ্গী করে নিতে যদি
তোমার পাগল পারার-
তোমার ভালোবাসার।
পাগল বুঝি আমি,
তাইতো এমন ভাবি।

স্বপ্ন দেখি আমি
ঘুরছি বাউল বেশে
সবুজ শ্যামল মায়া মাখা মেঠো পথে পথে
না থাকবে কোন টান
না কেউ ডাকবে আর এসো ফিরে এসো-আমি তখন শুধুই স্বাধীন।
এসো ফিরে এসো
এসো ফিরে এসো।

সত্যি যদি হতো
সত্যি যদি হতো
হঠাৎ একদিন ঘুম জড়ানো চোখে
দেখবো আমি পৌঁছে গেছি-রুপকথারই দেশে
মানুষগুলো সেথায় হাসছে আর হাসছে।

পাগল বুঝি আমি
তাই স্বপ্নে ডুবে থাকি।
স্বপ্ন দেখি
স্বপ্ন গড়ি
স্বপ্ন পারের মাঝি।

হতাম যদি আমি স্বপ্ন ডিঙ্গার মাঝি
সত্যিগুলি বোঝাই করে আনতাম আমি তোমার কাছে
মানুষগুলি তখন হাসতো আর হাসতো
বলতো সবাই হেসে-তুমি বুঝি স্বপ্ন ফেরি করো

সত্যি যদি হতো, সত্যি যদি হতো
স্বপ্নগুলি স্বপ্ন হয়ে রয়
আকাশ জুড়ে আগুনের ফুলকি ভেসে রয়।

১৩/০৯/২০১৮

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৪

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৫

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ কবি বর।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫২

সাগর শরীফ বলেছেন: স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয় !!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৬

সুদীপ কুমার বলেছেন: সহমত।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: কবিতা পড়ে আরাম পেলাম।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৭

সুদীপ কুমার বলেছেন: বলেন কি?আগে কি কষ্ট দিয়েছি?

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৩

জাহিদ অনিক বলেছেন:
স্বপ্ন সত্যি হয় না-- হবে না

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৮

সুদীপ কুমার বলেছেন: হতাশ?

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২০

জহির আসাদ বলেছেন: স্বপ্নকে পুষে রাখা ভালো তবে যে স্বপ্ন ভাবায় তা কষ্ট দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.