নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

যখন সন্ধ্যা নামে

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৪




রাস্তায় আলো পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে
আর সেই আলো চূর্ণ মেখে তুমি দাঁড়িয়ে আছো-কারও প্রতীক্ষায়
মাংস পোড়ার ঘ্রাণ এড়িয়ে একটি ছোট্ট হাত তোমার সীমানায়।

রোজ সন্ধ্যা নামে
শাহবাগে
রোজ সন্ধ্যা নামে
আজিজ সুপার মার্কেটের নীচে
রোজ সন্ধ্যা নামে
বেইলী রোডে।

তুমি হয়তো জানোনা আমি চেয়ে আছি
তোমার মুখপানে
চেয়ে আছি
তোমার গ্রীবায়।
আলো পিছলে পড়ছে-গ্রীবা হতে।
তুমি জানো-আমি চেয়ে আছি
তাই তোমার হাত উঠে যায়-নীলাভ জামার কলারে
ঊর্ণায় হাত পড়ে-তোমার
তুমি জানো-আমি চেয়ে আছি।

এতো ভীড় কেন?
ষাট টাকার বার্গারে কি মধু লুকিয়ে আছে?
একটি ছোট্ট হাত-টাকা চায়
বার্গারের স্বাদ বিদ্রুপ করে অসহায় হাতকে।

আলোর ছোট্ট ছোট্ট টুকরো ঘিরে আছে তোমাকে
ঘিরে আছে অনেকগুলি তৃষ্ণার্ত চোখ-তোমার দেহকে
সন্ধ্যার নরম আলো খেলছে বেইলী রোডে-মানুষের ভীড়ে।

আমি?-সন্ন্যাসী মন আমার
দেখছি-জীবনের স্রোত-বেইলী রোডে
দেখছি-উত্তাল তারুণ্যের স্রোত-শাহবাগে
দেখছি-জীবনকে-আজিজ সুপার মার্কেটে।

আলো খেলছে-তোমার শরীর জুড়ে-বড্ড নির্লজ্জ সে-আর ঊর্ণা উড়ছে
এখানে-এই সন্ধ্যায়,-প্রেম বিক্রি হয়-আধুনিকতার নামে

সন্ন্যাস মন আমার-মাপছে জীবনকে-নিজের মত করে।

১০/০৯/২০১৮

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রোজ সন্ধ্যা নামে
শাহবাগে
রোজ সন্ধ্যা নামে
আজিজ সুপার মার্কেটের নীচে
রোজ সন্ধ্যা নামে
বেইলী রোডে।

রোজ সন্ধ্যা নামে ঐ বকুল তলায় কোথায় নয় !!?
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৫

সুদীপ কুমার বলেছেন: সহমত।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: মনকে কন্টোল করা শিখতে হবে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৬

সুদীপ কুমার বলেছেন: শিখতে হবে।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.