নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যগুলি সঞ্চয় করে রাখা হয়েছিল,পরে ব্যবহার করবে বলে।
ঈশ্বর সব জানেন
আর তিনিই শাস্তি দেবেন
আমাকে
তোমাকে
আমাদের সবাইকে।
আমার ঈশ্বর আমার।তুমি কে হে বলতো বাপধন
ধর্মের দোহাই দিয়ে কল্লা নিতে চাও
আমি জানি তুমি উন্মাদ।বদ্ধ উন্মাদ
আর তোমার হাতে তুলে দিয়েছে ভয়ংকর অস্ত্র।
এসো পণ্য বেচা-কেনা করি।সুপার প্রফিট বোঝ
বুঝবার দরকার নেই
এক সাম্রাজ্যবাদের পুরানো কৌশল আটকে দিয়েছে আর এক নব্য সাম্রাজ্যবাদ।আহ সিরিয়া
ইদলিব
মানবিক বিপর্যয়
মেকি কান্না
পত্রিকার অক্ষরগুলিও ঘুষ খায়।
আমি সুযোগ পাইনা
তাই হয়তো খাইনা।
(খিক খিক)
ওখানে লেখা আছে পরাজয়
প্রজা চুপ
লহ্মণ সেন পিছনের দরজা দিয়ে ভেগে যায়
প্রজা চুপ
মুজিবের লাশ সিঁড়িতে গড়ায়
প্রজা চুপ
ধান ভাঙ্গতে কুঁড়ো দেবো
মাছ কাটলে মুড়ো দেবো
নির্বাচন এলে ফাল পারবো
জয়ী হলে টাকা মারবো
ঠিক
ঠিক।
প্রজা সব করে রব
নির্বাচন কালে
উঠতি ধনীদের সীমাহীন চাহিদা মিটাতে মিটাতে
সততা শব্দটি পঙ্গুত্ব বরণ করে
তুমি কে আমি কে
ঈশ্বরও চুপ।
০৯/০৯/২০১৮
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২১
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ডাক্তার।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫১
মাহমুদুর রহমান বলেছেন: ভালো লিখেছেন,দাদা।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২১
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধর্মকে পুঁজি করে মানুষদের একটা বড় অংশ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে।
কবিতা ভালো লেগেছে।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২২
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।ভালোবাসা রইলো।
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩০
চোখেরে কাঁটা বলেছেন: দারুন
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৩
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল কবিতা ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৪
সুদীপ কুমার বলেছেন: সতত ভালোবাসা মামা।
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: ঈশ্বর তো এখন কিছু বলবেন না।
তিনি ধরবেন মৃত্যুর পর।
আর যতদিন বেঁচে আছি তার জন্য তো কোরআন দিয়েছেন।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৪
সুদীপ কুমার বলেছেন: সহমত।
৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১০
অক্পটে বলেছেন: ঈশ্বর চুপ নয়, ঈশ্বর থাকে ধনীদের সাথে। ধনী চাইলেই ঈশ্বর দেন। বিত্তহীন প্রজা চাইলেই চুপ!
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনার পোস্ট খুব সুন্দর।
আমার ব্লগে এক বার ঘুরে আসার দাওয়াত রইলো।
দয়া করে আসবেন।
©somewhere in net ltd.
১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৯
ডাঃ আকন্দ বলেছেন: দারুন লিখেছ ।