নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শোন,তোমাকে আমার চাই
কঙ্কাবতী, আমি তোমার জন্যে জন্মেছি
এই গ্রহে।
শোন শোন সবে।শোন দিয়া মন
প্রেমের কাহিনী আমি করিব বর্ণন
সুদর্শন সনে যবে হইলো দেখা কঙ্কাবতীর
বাদ্য বাজিল সেথা তাহাদের প্রেমের।
সুদর্শন বড় আশ্চর্য হয়,কঙ্গাবতীর ঠোঁটে সিগারেট দেখে
চারুকলা হয়ে,সেন্ট্রাল লাইব্রেরী,-সর্বত্রই কঙ্কাবতীর বিচরণ
মেয়েটি আঁকে বেশ।একদিন সুদর্শনের আঁকা দেখে বলে
-কোনদিন মেয়ে মানুষের শরীর দেখোনি
কল্পনার আঁকা শরীরে শিল্প থাকেনা।
এই কথা বলে কঙ্কাবতী মুচকি হেসে চলে যায়,-সুদর্শন তাকিয়ে দেখে
তাকিয়ে দেখে রাজহংসীর রাজকীয় গমন।বেচারা সুদর্শন।
সেই রাত্রে সুদর্শন স্বরস্বতীকে স্বপ্নে দেখে,-বিবস্ত্র অবস্থায়।
কোথায় জনম তার কোথায় মরণ
হা কৃষ্ণ হা কৃষ্ণ বলি রাধা যমুনা নয়, যায় বিল চলন।
বর্ষার রুপের ছবি আঁকতে কঙ্কাবতীরা চলন বিলে বেড়াতে আসে
ভরা জ্যোৎস্নায় সুদর্শন দেখে নগ্ন নারী দেহ।
জল থই থই বিল
জ্যোৎস্নায় ডুবে থাকা পৃথিবী আর কঙ্কাবতী,-চলন বিলে মিলে মিশে একাকার হয়ে যায়।
পারবে তুমি,নারী দেহ আঁকতে-কঙ্কাবতী প্রশ্ন করে
সুদর্শন চুপ করে থাকে
হাতে রঙ আর তুলী
আর ক্যানভাস
আর কঙ্কাবতী।
শোন,তোমাকে আমার চাই
কঙ্কাবতী আমি তোমার জন্যে জন্মেছি
এই গ্রহে।
০৭/০৯/২০১৮
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৩
সুদীপ কুমার বলেছেন: কোন গান।ছি ছি শেষে কিনা পাইরেসীতে নাম লেখালাম।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৮
ইব্রাহীম আই কে বলেছেন: সুরটা কেমন পরিচিতি লাগছে
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩২
সুদীপ কুমার বলেছেন: পরিচিত সুরে লেখা।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২৩
ল বলেছেন: বেশ ভাল লাগল
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩১
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০০
রাজীব নুর বলেছেন: কঙ্কাবতী'র জন্য জন্মেছেন। এত সামান্য কারনে জন্মেছেন!!!
আপনার আর কিছু রার নেই?? এতটা সস্তা হবেন না প্লীজ। মনে রাখবেন আপনি মানুষ আপনার অনেক কিছু করার আছে।
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩১
সুদীপ কুমার বলেছেন: ভাই এই লেখার যে নায়ক সে তো আমি নই।
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৭
সাইন বোর্ড বলেছেন: গভীর অন্তরদৃষ্টির কথা, কাব্যিকতা এবং প্রকাশ অনন্য ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৯
সুদীপ কুমার বলেছেন: মজাই লাগলো।
©somewhere in net ltd.
১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৮
মাহমুদুর রহমান বলেছেন: জহির রায়হানের কোন একটি গানের আভাস পাচ্ছি আপনার কবিতায়।