নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষটি বিপদগ্রস্ত,তাই চিৎকার করলো-আমাকে বাঁচাও
অন্ধ ব্যক্তিটি দৌড়ে যায়,বলে-আমার হাতটি দেখতে পাচ্ছেন,হাত দুটি ধরুণ
যাদের দৃস্টি ছিল-তারা সবাই তাকিয়ে দেখলো
রাজ্যে রাজা নিয়ন্ত্রণ হারায়-নিরব ধূসরতা গ্রাস করে নেয়-সবকিছু
একজন বোবা প্রতিবাদ করে-চিৎকার করে-বলে,এ অন্যায়
যারা কথা বলতে জানতো-তারা ব্যস্ত ছিল গুঞ্জন তৈরি করায়
ময়লা-স্যাঁতস্যাঁতে স্থান-ব্যাংঙের ছাতা-ভালোই মানায়
০৪/০৯/২০১৮
©somewhere in net ltd.
১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।