নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এসো কথা বলি
জ্যোৎস্না ভেজা নরম রাতে
আবিষ্কার করি দু’জন দু’জনকে।
এসো আমার পাশে,দু’দন্ড বসো
গল্প করি-
দেখো কি সুন্দর রাত আজ
জ্যোৎস্না ল্যাপ্টে আছে বারিহারা মেঘের গায়।
কতভাবেই না সময় পালিয়ে যায়
আমাদের কাছ হতে
একটি রাত না হয় নষ্ট হোক
আমাদের কারণ ছাড়া গল্পের জন্যে।
ছাদটি বড্ড নীরব
নীরব শুয়ে আছে এই শহর
পাশের শরীফা গাছের শালিক দম্পতি যাদের সাথে রোজ দেখা হয় আমার সকালে
তারাও ঘুমিয়ে আছে
শুধু আমি জেগে আছি তোমার সাথে গল্প করবো বলে।
৩০/০৮/২০১৮
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩০
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৭
শাহরিয়ার কবীর বলেছেন:
দারুন আহ্বান।
কবিতা ভালো লেগেছে, শুভকামনা রইলো কবি।
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩১
সুদীপ কুমার বলেছেন: শুভ কামনা রইলো।
৩| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫০
বাকপ্রবাস বলেছেন: সুন্দর
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৯
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
৪| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:২৬
চাঙ্কু বলেছেন: কবিতাতা সুন্দর হইছে তবে ছবিটা বেশী সুন্দর
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৯
সুদীপ কুমার বলেছেন: সহমত।
৫| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: আমি চুপ করে থাকি। ঘাস যেখানে বেশি ঘন নয় সেখানে গিয়ে চুপ করে বসে থাকি।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০০
সুদীপ কুমার বলেছেন: আমিও তাই করি।
©somewhere in net ltd.
১| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৪
তিলন বসু বলেছেন: রোমান্টিক কবিতা