নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

প্রথম সকাল

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৬




কিছু একটা ঘটে গেলো,তোমার চোখে চোখ পড়া মাত্র
এমনই ঘটে বুঝি,যার ঘটে সেই বোঝে

তোমার দৃস্টির স্বচ্ছতা আমাকে মুগ্ধ করে
আমি কামনা করি তোমার উপস্থিতি
বারবার
বারবার।

প্লাবন আসলে এমনই হয়,ভাসিয়ে নিয়ে যায় সবকিছু
আমি ভেসে গেলাম,ভেসে যেতে চেয়েছি তাই।

চুড়ির শব্দ চারপাশে,যেন সংগীতের মূর্ছনা
গান বেজে চলে-চুড়ি নেহি এ মেরা,দিল হে মেরা।
গান শেষ হয়
রেশ থেকে যায়।

ভালোবাসা আচমকা ধরা দেয়
বাঁশের খালই,কাটা মাছের সাদা আঁশ,-ভাসছে নদীতে
সাদা মেঘের দল,ডাক হরকরার ভূমিকায়।

প্রেমের সময় খুব স্বার্থপর
পর হয় আপন,আপন হয়ে যায় পর
১৭/০৮/২০১৮

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাঘা কবিতা হয়েছে পড়ে তৃপ্ত পেলুম। ;)

২৫ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৬

সুদীপ কুমার বলেছেন: বাঘা???!!!

২| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:২১

সাদা মনের মানুষ বলেছেন: শেষের লাইন দুটি চরম....... পর হয় আপন, আপন হয়ে যায় পর

২৫ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৭

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ আপনাকে।ভালো থাকবেন।

৩| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৫ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৮

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.