নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

যে গল্পের শেষ নেই

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৯




আবার বেইলী রোড
লক্ষ্মীর পা
ললনাদের হল্লোড়।

তোমার দু’নয়নের গভীর হতে ভেসে উঠে
আমার উপলব্ধি আসে-আমি তোমাকে ভালোবাসি।
এই বিশ্বব্রক্ষ্মান্ডে পৃথিবী যেমন একা নয়,তারও আছে সঙ্গী
তুমি তেমন সঙ্গী আমার-কঙ্কাবতী।
আচ্ছা কঙ্কাবতী,তোমার নামের সাথে রুপকথার গল্প জড়িয়ে আছে
তুমি জানো?
তুমি তো আমার কাছে রুপকথার গল্পই
সেই মায়াবী রাজপ্রাসাদে থাকো তুমি
আমি এক রুপকথার রাজকুমার,-ঘোড়ায় চড়ে ছুটছি
তোমার আশায়
এই যে ছটে চলা এ জনমে আর শেষ হবার নয়-
জানি আমি।

রুপকথা শেষ হলে
আবার বেইলী রোড
লক্ষ্মীর পা
ললনাদের হল্লোড় বলে
এগিয়ে যাচ্ছে জীবন
আসলে কি এগিয়ে যাচ্ছে,-ফুরিয়ে যাচ্ছে নয়?
পেছনে রয়ে যায় কঙ্কাবতী,রুপালী
যত ছিল রুপকথার রাজকুমারী,-একে একে মিশে যায় কুয়াশায়।

খোলা জানালায় মেঘবালিকা,-উড়ছে

১৫/০৮/২০১৮

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫২

হিংস্র ঈগল বলেছেন: সুন্দর কবিতা। প্রথম ভালো লাগা জানিয়ে গেলাম।+++

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৪

সুদীপ কুমার বলেছেন: আমিও প্রথম ধন্যবাদ জানালাম।

২| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০১

বিজন রয় বলেছেন: এরকম গল্পের শেষ না হওয়াই ভাল।
++++

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৮

সুদীপ কুমার বলেছেন: মন্দ নয় ব্যাপারটা।

৩| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৮

স্রাঞ্জি সে বলেছেন:

কবিতায় মুগ্ধতা।

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৮

সুদীপ কুমার বলেছেন: মুগ্ধতা

৪| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০২

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৯

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।

৫| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২০

সুদীপ কুমার বলেছেন: ভালোলাগা জানালাম।

৬| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আমি এই প্রথম আপনার এখানে। দাদ অনেক অনেক সুন্দর লিখেছেন। মুগ্ধ।

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২১

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.