নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

আলোর অপর পিঠে

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৮



তারা খুব ভালো
তারা দেশের জন্য ভাবে,দশের জন্য ভাবে
তাদের অনেক খ্যাতি আমাদের দেশে
শুধু আমাদের দেশ?-বিদেশেও।

তারা খুব জ্ঞানী
তারা গণতন্ত্রের সংজ্ঞা মুখস্ত বলে যেতে পারে
বাক স্বাধীনতা নিয়ে সরকারের সাথে লড়াই করে
(কাগজে-কলমে)
সরকারের কি করা উচিত তা গড় গড় করে বলতে পারে
যেভাবে চলন্ত বাসের জানালা দিয়ে মেয়েরা হর হর করে বমি করে দেয় তেমন ভাবে।

তারা খুব ভালো
মেঠো আন্দোলনে প্রমোটরের ভূমিকা নিতে পারে,আন্দোলনের পক্ষে কিম্বা বিপক্ষে
(পাল্লার যেদিকে ভারী থাকে)
শীততাপ নিয়ন্ত্রিত ঘর ছেড়ে,রাস্তায় গিয়ে কি লাভ
তার চেয়ে কোন আলো-আঁধারিতে,খাবারের টেবিলে,বিপ্লব করে
সরকার ফেলে দেওয়াকে শ্রেয় মনে করে।

তারা খুব ভালো
তারা প্রচার জগতের আলো টেনে নেয় নিজের দিকে।

তারা খুব ভালো
শুধু দেশের সংকট সময়ে,উধাও হয়ে যায়
তাদের মুখে খই ফোটে শুধুমাত্র নিরাপদসময়ে

তারা খুব ভালো
তবে নির্বাচনে এলে জামানত কোন এক অলৌকিক ক্ষমতার বলে বায়েজাপ্ত হয়
এর জন্য উনারা দায়ী নন,-ঈশ্বর দায়ী
আর দায়ী জনগণ।

১৩/০৮/২০১৮

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০২

তারেক ফাহিম বলেছেন: উনাদের জন্য পূর্বপুরুষ দায়ী :(

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৫

সুদীপ কুমার বলেছেন: বলেন কি!!!

২| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা ।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৬

সুদীপ কুমার বলেছেন: সাধু সাধু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.