নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিটি জানালা খোলা
শুনি বাতাসের দীর্ঘশ্বাস।
খাবারের আসনে বসে থাকে যারা তারা সবাই দেশের সুজন
আর বসে আছে একজন-
বার্নিকট।
জগৎশেঠ,রায়দুর্লভ আর মীরজাফর মিশে রয় মাটিতে
একজন যুবক সিরাজ,-অনভিজ্ঞ ছিল বুঝি?
-কুটচালে।
প্রতিটি জানালা খোলা
শুনি বাতাসের দীর্ঘশ্বাস।
সিঁড়ি দিয়ে নেমে আসে রক্তস্রোত
যে স্রোত মিশে থাকে খন্দকার মোস্তাকের অলীক ভালোবাসা
-মুজিবের প্রতি।
সত্য আর মিথ্যার মাঝখানে কাঁচের দেয়াল
আমার দু’নয়নে বিপ্লবের স্বপন।
যুপকাষ্ঠে পাঁঠা
জানা হয়ে উঠেনা তার স্বপ্নে ছিল কিনা সবুজ মাঠ
রক্তস্রোতে মিশে থাকে উৎসবের রঙ।মৃত পাঁঠার দু’নয়নে মৃত স্বপ্ন
প্রতিটি জানালা খোলা
শুনি বাতাসের দীর্ঘশ্বাস।
১১/০৮/২০১৮
১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৫
সুদীপ কুমার বলেছেন: আমি বিচারক নই।
২| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৩
জগতারন বলেছেন:
যাকেই দোষ দেন ! দেশের একজনকে দেন। সাইন বোর্ড
কিন্তু বার্নিকট লর্ডকে দেখতে চাই না।
লাত্থি মারি এ সব বার্নিকট লর্ডকে।
১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৬
সুদীপ কুমার বলেছেন: সুন্দর বলেছেন।
৩| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ২:০৭
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশের ক্ষমতার ষড়যন্ত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর চালকের ভূমিকায় নেই | বাংলাদেশকে নিয়ে যা ষড়যন্ত্র হচ্ছে তার হোতা ভারতীয় 'র' এবং পাকি 'আই এস আই' এবং এদের দেশীয় এজেন্ট বা দালালরা |
১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৭
সুদীপ কুমার বলেছেন: আমি বিশ্লেষক বা সুশীল নই।
৪| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৯
বিজন রয় বলেছেন: ইতিহাস কথা বলে।
কেমন আছেন?
১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৮
সুদীপ কুমার বলেছেন: হয়তো।
৫| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪১
চাঙ্কু বলেছেন: বাতাসের দীর্ঘশ্বাস কিভাবে শুনেন?
১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৮
সুদীপ কুমার বলেছেন: উপমা।
৬| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৯
সুদীপ কুমার বলেছেন: সুন্দর ক্যামেরা।
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৬
সাইন বোর্ড বলেছেন: যে যেভাবে পারছে বেঈমানী করছে, দেশের সাথে, জণগনের সাথে, ব্যক্তির সাথে... কাকে দোষ দেবেন আপনি ?