নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাজারের মাঝে আক্ষেপ করছিল লোকটি-
মুরগীগুলি সব মরে যাচ্ছে।এত ক্ষতি সে সামলাবে কিভাবে?
এক জীবিত মুরগীর সাথে কথা হয় আমার
সে এখনও ডিম পাড়ছে।আর জানায় নিম্নমানের ব্যবস্থাপনার কথা।
হঠাৎ করে রাজ্য অশান্ত হয়ে পড়ে
আর মন্ত্রীগণ রাণীক্ষেতে আক্রান্ত হলে,রাজা রাজ্যসভায় বসে ঠিক করেন আসছে ঈদে
কতগুলি জবাই করতে হবে।
খুব ছোটবেলায় কসাইখানায় বেঁধে রাখা পশুদের চোখে জল দেখে বাবাকে বলতাম-
বাবা, ওরা কি বুঝতে পারে?
আচ্ছা সুবিধাভোগীরাও আঁচ করছে,-ওদের সম্ভাব্য দুর্দশার কথা?
তাই কি রাজার রাজ্যে অশান্তির বিষ
শ্বেত রক্তকণিকা একা লড়ে শরীরের প্রতিটি অঙ্গে।
০৭/০৮/২০১৭
২| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০১
সাইন বোর্ড বলেছেন: ইংগিতময়, প্রকাশ ও বিষয়বস্তু ভাল লাগল ।
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৯
রাজীব নুর বলেছেন: পড়লাম।
ভালো হয়েছে।