নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখিটি উড়ে এসে ছাদের কার্নিশে বসে।জানি এখনই সময়,- ভালোবাসা ঝালাই করে নেবার
কঙ্কাবতী পাশেই ছিল,আমার মন সংযোগ হারানো দেখে হতাশ হলো কি?
চারপাশে ভালোবাসার ছড়াছড়ি।রাখি কোথায়?
আমি পেছন দিকে দৌড়াই।
মুহূর্তে আর একজন সামনে এসে দাঁড়ায়।কঙ্কাবতী কি?
কঙ্কাবতী নয়!
পাখিটি উড়াল দেয়।
ছাদের কার্নিশ এখন ফাঁকা।ঝরা পালক নিঃসঙ্গতায় ডুবে থাকে।
আমি আবার দৌড় দেই।দৌড় শেষ হবার নয়
জানি।
রত্মা আর আমি
চারটি কলাগাছ দাঁড়িয়ে।
চারটি কোণায়।
মানুষগুলি কোথায়? ঝরা পালক নড়ছে,-বাতাসে
কঙ্কাবতী ধাক্কা দেয়-“কি এতো ভাবছো বলতো? তুমি না মাঝে মাঝেই হারিয়ে যাও”?
এতো ভালোবাসা চারপাশে।রাখবো কোথায়?
কঙ্কাবতীর হাতে আমার হাত।
৩০/০৭/২০১৮
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৮
রাজীব নুর বলেছেন: হাতে হাত থাকলে আর কিছু লাগে না।