নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

আশ্রয়

২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:১২




মানুষটির শরীরে ছিল সাদা রঙের জামা।সাদাকে বর্ণহীন বলা যায়?
সময়টিও বোধহয় বর্ণহীন ছিল তার।অপদার্থের আক্ষেপ থাকতে নেই-
মনে মনে ভাবে সে।অসহায়েত্বের চরম সীমানায় দাঁড়িয়ে নিজের অজান্তেই
চোখ বেয়ে জল নেমে আসে-চাকুরিটি চলে গেলো আজ।

ছেলেটিকে পড়ানো বোধহয় সম্ভব হবেনা আর।ডারউইনের তত্ব কি
পুঁজিবাদী সমাজের ভিত্তি?-তবুও তো চলতে হবে তাকে।মানুষ বলে কথা
মানুষটি মসজিদে যায়।অযু করে।নামাজ তাকে আচ্ছন্ন করে।

চোখের জল আর প্রার্থনা মিলেমিশে একাকার।
২১/০৭/২০১৮

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৩

আবদুল মমিন বলেছেন: আমাদের প্রতিটি পারথনাই হোক আত্মার আবেদনে ভরপুর ।

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫১

সুদীপ কুমার বলেছেন: সহমত।

২| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:

নামায মনে পবিত্রতা আনে!

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫১

সুদীপ কুমার বলেছেন: সহমত।

৩| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৯

কাইকর বলেছেন: ভাল লিখেছেন

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫২

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।

৪| ২২ শে জুলাই, ২০১৮ ভোর ৬:৫৮

সনেট কবি বলেছেন: নামাজ মনের প্রশান্তি। নামাজির তবু একজন সৃষ্টিকর্তা আছে যার কাছে সে আবেদন নিবেদন করতে পারে। কিন্তু যার সৃষ্টিকর্তা নেই সে বড় এতিম! তার প্রর্থনা করার মতোও কোন কেউ নেই।

৫| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৮

রাজীব নুর বলেছেন: দুনিয়াতে যে যত হারামি,
সে তত সুখী।

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৪

সুদীপ কুমার বলেছেন: দুনিয়াতে যে যত হারামী, সে তত দুঃখী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.