নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌচাকের পাশ দিয়ে যদি হেঁটে যাও,তবে দেখবে মৌমাছিগুলির সতর্ক, যুদ্ধংদেহী মনোভাব।
আসলে খুব কাছে না গেলে, তারা আক্রমণ করেনা।প্রতিক্রিয়া দেখায়।তুমি হেঁটে চলে যাও
মৌমাছি আবার তার নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়বে।আমরা যারা বাঙালী তারা আজ
ঠিক যেন মৌমাছির মত,- বিভিন্ন খবরের প্রতিক্রিয়া দেখাই।আর ফেসবুক যেন এক
মৌচাক।
নেত্রীর প্রতি আমার আনুগত্য ছিল,-ছিল কেন বলছি, আছে। এখনও অটুট।তবে কিনা
উঠতি ধনী,অনুপ্রবেশকারী আর বাটপারদের নিয়ে গঠিত মৌচাকে তা আর খোঁজার সাহস হয়না।
শেষ যে লোকটা আমাকে মুক্তিযুদ্ধের গল্প শুনিয়েছিল,তার কবর খুঁড়লে শুধু সাদা হাড়
পেতে পারি।চেতনাধারী আর চেতনাবিরোধী ব্যবসায় মধু কতটুকু খাঁটি আমাকেই প্রমাণ
করার দায়িত্ব দিয়েছে আমার অলস বিবেক।
০৯/০৬/২০১৮
১০ ই জুন, ২০১৮ রাত ১০:২৯
সুদীপ কুমার বলেছেন: কি নিয়ে।
২| ১০ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১০ ই জুন, ২০১৮ রাত ১০:৩০
সুদীপ কুমার বলেছেন: সুন্দর....
৩| ১০ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৩
মোঃ হাসান মাহমু৯৮ বলেছেন: খুবই সুন্দর হয়েছে, লেখাটি পড়ে ভালোই লাগলো।
১০ ই জুন, ২০১৮ রাত ১০:৩০
সুদীপ কুমার বলেছেন: ভালো লাগলো।
©somewhere in net ltd.
১| ১০ ই জুন, ২০১৮ সকাল ১০:৩১
মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: কষ্ট আর দুঃখ শুধু