নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেত্রীর হাতে যে সুন্দর ছোট্ট চিরুনী ছিল, হঠাৎ হাত হতে তা পড়ে গেলো।
পড়লে আবার কুড়িয়ে নেওয়া যায়।তবে এবার হয়েছি কি একরাম হত্যার
অডিয় রেকর্ডিং এর খাঁজে তা হারিয়ে গেলো।
ওবায়দুল কাদের বিজ্ঞ রাজনীতিবিদ।তবে চেয়ার আসক্তির যাঁতাকলে পড়ে তিনিও
কথা যা বলেন,তা আমাদের কানে উল্টোভাবে প্রবেশ করে।
আমি বলছিনা এটা তার শব্দকথামঞ্জুরীর দোষ
বলা যায় বাতাসের দোষ।বাতাস কেন শব্দকে উল্টাবে?এটা কিন্তু ভারী অন্যায়।
আরে দেখুন সামনে নির্বাচন
আরে দেখুন সংবাদপত্রে হলুদের বিচরণ
আরে দেখুন সুশীলের কিম্ভুত আচরণ
হ্যাঁ যা নিয়ে আলোচনা হচ্ছিল,লোকটির প্রচন্ড বেগ দিয়েছিলো
তাই কোন উপায় না দেখে কাপড় মাখিয়েছেন।
তবে কি যারা কষ্ট করেছেন,আর একটু করুণ
বলুন, এটা কি হলো?-আমি গোপনে বলছি,আপনারা যা ভাবছেন তা নয়।
০৩/০৬/২০১৮
০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
সুদীপ কুমার বলেছেন: কি হলো?
২| ০৩ রা জুন, ২০১৮ রাত ১০:৩৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হাচু আপাকে নিয়ে ব্যাঙ্গ??
ফটোটির তেব্র পরতিবাদ করচি
০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
সুদীপ কুমার বলেছেন: আমি ভয় পাইচি
৩| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:৩৪
রাজীব নুর বলেছেন: তা দাদা যা লিখেছেন !!!!!
০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
সুদীপ কুমার বলেছেন: এই আর কি!!!!!
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০১৮ রাত ১০:২৭
কলাবাগান১ বলেছেন: মিন সাকিব মাহমুদউল্লাহ কে বল করতে দিল না
অফটপিক সরি