নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এরপর তারা সযত্মে খুলে দেয় বেঁধে রাখা হাত আর পায়ের দড়ি
তখনও একরামের শরীর হতে ঝরছিল উষ্ণ রক্ত।
একটি ভাঙ্গা বন্দুক আর বুলেটের খালি খোসা
অপারাধীর ভঙ্গিতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে,-একরামের লাশের চারপাশে।
“আব্বু”
“আব্বু”
করুণ বেদনার্ত আর্ত চীৎকার আমাকে গ্রাস করে নেয় ক্রমাগত।
কান চেপে ধরি
আমার হাত ফুটো করে তপ্ত শীসা হয়ে সেই ডাক অতি দ্রুততার সাথে প্রবেশ করে
আমার মস্তিষ্কে।
আমি পালাতে চাই সেই পিতাহারা সন্তানের সকরুণ আর্তনাদের কাছ হতে
আমি দৌড়াই-তবুও “আব্বু” “আব্বু” ডাক আমায় ধাওয়া করে
বাংলাদেশের একপ্রান্ত হতে অপরপ্রান্তে।
আমার স্বপ্নে,আমার জাগরণে হানা দেয়
পৈশাচিক এই হত্যাকান্ড।
আমি শেখ মুজিবের নামে শপথ করে বলছি
আমি শেখ হাসিনার নামে শপথ করে বলছি
একরামকে হত্যা করা হয়েছে
জনগণের টাকায় কেনা অস্ত্রে।
০১/০৬/২০১৮
২| ০১ লা জুন, ২০১৮ রাত ১০:৪২
টি-ভাইরাস বলেছেন: বদির মত মানুষ কে রক্ষা করতে, এইসব নিরপরাধ মানুষ কে হত্যা করা হচ্ছে
৩| ০১ লা জুন, ২০১৮ রাত ১০:৫৬
শিখণ্ডী বলেছেন: আমি হত্যা মুহূর্তের অডিও শোনার পর থেকে স্বাভাবিক হতে পারছি না। নিজেকে বড় অসহায় লাগছে। সন্ধ্যায় একটু হাঁটার অভ্যাস, আজকে যাইনি। শুধু মেয়ে দুটির ছবি চোখে ভাসছে।
৪| ০২ রা জুন, ২০১৮ সকাল ৯:৫৫
রাজীব নুর বলেছেন: মানবতার মা, অডিওটা শুনুন
০২ রা জুন, ২০১৮ বিকাল ৫:৫৭
সুদীপ কুমার বলেছেন: শুনেছি বলেই লিখেছি।
©somewhere in net ltd.
১| ০১ লা জুন, ২০১৮ রাত ৯:৫০
সোহাগ তানভীর সাকিব বলেছেন: আজ কয়দিনের নিউজ রিপোর্ট পড়ে ওখানকার স্থানীয় মানুষদের প্রতিক্রিয়া জেনে আমার কাছে মনে হয়েছে, কাউন্সেলর ইকরামের ব্যাপারে ষড়যন্ত্র হয়েছে।