নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্যোৎস্নার হাত ধরে নেমে আসা এক একটি ভাবনা বড় নির্মমভাবে মনে করিয়ে দেয়
তোমার কথা।তুমি নিঃশ্চয়ই সাবানের ফেনা গুলে পাটকাঠিতে ফুঁ দিয়ে জলের বুদবুদ উড়িয়েছো
শিশুকালে?বলতে পারো হঠাৎ শিশুকাল-জলের বুদবুদ-এসব কেন?আমি না কল্পনার বুদবুদে ভাসছি
তোমাকে নিয়ে।আর কিছুদূর গিয়েই ফটাস করে ফেটে যাচ্ছে জলের নয়-আমার কল্পনার বুদবুদ।
তবে এ বুদবুদে নেই কোন বাতাস-আছে প্রেম-আর-আর ভালোবাসা।
আমরা হয়তো অনেক দূরে-পরস্পরের কাছ হতে।আসলেই কি তাই?দূরত্ব কারে বলে?স্থান-কাল-
সময় দিয়েই কি দূরত্ব মাপা হয়?-মাপা উচিত?মানসিক দূরত্ব কি দূরত্ব নয়?এই যে সঙ্গমদূরত্বে সহবাস
কি ব্যাখ্যা তার? ভালোবাসলে বুঝি অভিধান হতে হারিয়ে যায় দূরত্ব নামের শব্দটি।
জলের বুদবুদ।প্রেমের বুদবুদ।
আমরা দু’জন কাছাকাছি।
দূরে নেই।দূরে আছি
ঘোর লাগা হৃদয় আমার, ভাসছে ওই-প্রেমের বুদবুদ-
৩০/০৫/২০১৮
২| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:০৮
রাজীব নুর বলেছেন: মন ছুঁয়ে গেল।
©somewhere in net ltd.
১| ৩০ শে মে, ২০১৮ রাত ১১:৩০
কাইকর বলেছেন: বাহ......