নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মা কচ্ছপের পিঠে উঠে বসি,আর চলে যাই আকাশে
আকাশ নয় ও যে একটা বন।শিয়াল মামা এসে বলে এ বনে
কোন হায়েনা নেই।সব মেরে ফেলা হয়েছে।
পত্রিকার পাতায় চিৎ হয়ে পড়ে আছ লাশ। স্বাভাবিকভাবে
আমি উল্লসিত হই।যাক এবার মাদক ব্যবসা হবে সাফ।
পত্রিকার পাতা আমাকে নিয়ে যায় রুপকথার রাজ্যে
যে রাজ্যে কোন প্রাণী নেই।আছে উদ্ভিদ তবে শুধুই আগাছা।
বন্দুকের কালো নল মুখ ফিরিয়ে নেয়।ভয়ের মেঘ ঢেকে ফেলে
রুপকথার আকাশ।
আমি আমার মাথা কেটে আমার হাতে নিই
ঈশ্বর অবাক হন আর জানতে চান-আমার মাথা ধরে ছিলো কিনা?
২৩/০৫/২০১৮
২| ২৪ শে মে, ২০১৮ রাত ১২:২০
স্ব বর্ন বলেছেন: গোঁজামিলের মতই লেগেছে তেমন ফিল করতে পারলাম না।
৩| ২৪ শে মে, ২০১৮ রাত ১:৩৮
ওমেরা বলেছেন: আসলেই এটা গোঁজামিল ।
৪| ২৪ শে মে, ২০১৮ সকাল ৯:২৬
রাজীব নুর বলেছেন: সেই রকম।
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০১৮ রাত ১২:১২
কাইকর বলেছেন: বাহ....খুব সুন্দর লিখেছেন।ব্লগে আমি নতুন তাই বোধহয় আপনার কবিতা প্রথম পড়া হলো।সময় পেলে আমার ব্লগে গিয়ে ঘুরে আসবেন। ধন্যবাদ