নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশ থেকে নেমে আসা দেবদূতের মত মুখ ভঙ্গী নিয়ে
তিনি গল্প লেখে গেলেন।আর পরশ্রীকাতরায় জল পেয়ে
গল্পের নির্জাস লুফে নেয় সকলে। সেই পুরনো গল্প,সেই
একই সুর।শুধু বলার ভঙ্গীটা নতুন।একজন পিনাকী যার
শরীরে ছাপ্পা মারা সুশীল,আর যদি অতীত হতে গন্ধ ভেসে
আসে বাম,তবে জাফর স্যারের মতো আমারও বমি পায়,
আর আমি বমি করে দেই তার সুশীলতায়- প্রচন্ড ঘৃণা নিয়ে।
ফিলিস্তিনে মানুষ মরছে- মরছে নয় মারছে।আর কি আশ্চর্য,
মানবতাবাদী,ইসলামবাদী কারও গলায় কোন আওয়াজ নেই।
তবে একজন বার্নিকটকে চিনি,আর তার কথাকে ফলাও করে প্রচার
করবার জন্যে প্রথম আলোকে চিনি- যাদের বিশেষ অঙ্গ তখনই জ্বলে
কিম্বা নড়ে উঠে, যখন ঘটনা তাদের আওতার বাহিরে ঘটে যায়।
একজন বাটপার পিনাকী কিম্বা একজন বার্নিকট একই স্বপ্ন দেখে
আর স্বমেহন শেষে তৃপ্তির ঢেকুর তোলে।
১৬/০৫/২০১৮
২| ১৭ ই মে, ২০১৮ রাত ১২:৩৭
অনুতপ্ত হৃদয় বলেছেন: খুব সুন্দর হয়েছে
৩| ১৭ ই মে, ২০১৮ রাত ১২:৫৬
কানিজ রিনা বলেছেন: ওআইসি ছি ছি ছি সদস্যরা কি এমনি এমনি
সদস্য পদে যুক্ত নাকি?
৪| ১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: কাউকে খোঁচা দিয়ে বা কটাক্ষ্য করে কবিতা লেখা ভালো নয়।
হুম তবে এই খোঁচা বা কটাক্ষ্য করে যদি দেশ ও দশের ভালো হয়- তাহলে ঠিক আছে।
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০১৮ রাত ১১:৫৪
সোহাগ তানভীর সাকিব বলেছেন: ভালো লাগলো।