নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওই বাড়িটি,যার কয়েকটি ঘর রয়েছে,আর আছে বিরাট প্রাঙ্গণ
তাদের জন্যে রক্ষিত।গম্বুজওয়ালা বাড়িটি আমাকে প্রায়শই টানে-
যাতায়াতের পথে।আর আমি?- উপেক্ষা করতে পারিনা সেই টান।
ঠিক যেন কৃষ্ণগহ্বর।তীব্র আকর্ষণে টেনে নেয় ভেতরে।
আমি প্রবেশ করি ভেতরে।দাঁড়াই প্রাঙ্গনের মধ্যখানে,আর চোখ রাখি
তাদের চোখে।আমি কথা বলি তাদের সাথে।আমার চাওয়া,আমার সাফল্য,
আমার আত্মার আত্মীয়দের ভাল থাকা,মন্দ থাকা,আমার ব্যর্থতা
সব সবকিছুই বলি তাদের কাছে।
ওই বাড়িটা,যার কয়েকটি ঘর রয়েছে,আর আছে বিরাট প্রাঙ্গণ
তাদের জন্যে রক্ষিত।কত মানুষ ছুটে যায় ওই বাড়িতে,- আমার মতন।
তাদের সন্মান জানাতে।আর কথা বলে তাদের সাথে। আর কি আশ্চর্য দেখো
এতো যে কথা তাদেরকে বলা হচ্ছে,পাশাপাশি দাঁড়িয়ে,অথচ কোন শব্দ
আমরা কেউ শুনতে পাইনা।আর উনারা?- সবার কথা শোনেন!
জানি কি? তবে উনারা দাঁড়িয়ে থাকেন আশীর্বাদের ভঙ্গিতে হাত তুলে।
ওই বাড়িটা যার কয়েকটি ঘর রয়েছে,আর আছে বিরাট প্রাঙ্গণ
নিশ্চয় মাহাকালে হবে বিলীন।
১১/০৫/২০১৮
©somewhere in net ltd.
১| ১২ ই মে, ২০১৮ সকাল ৯:৫২
রাজীব নুর বলেছেন: আসলে ওই বাড়িটি একটি অভিশপ্ত বাড়ি।