নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধোঁয়াটে আকাশ আছড়ে পড়ে আমার কাছে।
ধর,তুমি পাশে আমার,গল্প করতে চাও
তবে আমরা তখনও গল্পের সীমানা প্রাচীরেই অবস্থান করছি।
আকাশকে ধরতে ইচ্ছা হয়; হাত বাড়াই-
ধোঁয়াটে আকাশ
নির্লিপ্তভাবে উড়ে যায়,আমাকে ফেলে।
নির্মিয়মাণ ওই যে বাড়ি,যা দেখা যায় আমাদের ছাদ হতে
কেমন যেন কংকাল অবস্থা তার।অবশ্য টাকা দিয়ে
বানানো কংকালে এক সময় জৌলুস দেখা দেবে।
হ্যাঁ যা বলছিলাম,আমরা ঠিক করলাম,-গল্প করা যায়।
ওই যে বললাম,সীমানা প্রাচীর, তখনও দেখা দেয়নি
ক্ষণিক বিদ্যুহীন রাতটি দূরে সরিয়ে নিয়ে যায় গল্পের প্রাচীরকে।
তবে কি জানো,কতক্ষণ আর সীমানা প্রাচীর দূরে থাকতে পারে?
তোমার গল্প রথ ছুটছে।ছুটছে।–তেপান্তরের মাঠ পেরিয়ে।আমি শুনছি।
আচমকা তুমি রথ থামিয়ে তাকালে,বললে-শুনছো?
আমি আঁধারে হাত বাড়িয়ে দিই,-ধোঁয়াটে আকাশ
উড়ছে,খুব নীচু হয়ে।তবে নাগালের বাহিরে।
আমাদের গল্প ছুটতে গিয়ে হোঁচট খায়
চিন্তার এবড়ো থেবড়ো ধূসর মাঠে।
ধোঁয়াটে আকাশ
আর অলস সময়।
০৮/০৫/২০১৮
১১ ই মে, ২০১৮ রাত ৯:৪৬
সুদীপ কুমার বলেছেন: ভালো ভালো।
২| ০৯ ই মে, ২০১৮ সকাল ১০:৩৩
মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: ভাল
১১ ই মে, ২০১৮ রাত ৯:৪৭
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০১৮ সকাল ১০:২৪
রাজীব নুর বলেছেন: পড়লাম।
ভালো লাগলো।