নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মে মাসের ভেজা বিকেল, চায়ের জন্যে বাহিরে বেরুনো।
ধরুণ আপনিও আছেন আমার সাথে আমার পাশে
একটি দ্রুতগামী গাড়ি তীব্র বেগে বেরিয়ে গেলো
আর এই ঘটনাই আমাদের দু' জনের গল্পের দরজা খুলে দেয়।
দরজা খোলা রাখলে যা হয় আর সেখানে যদি থাকে রাজনীতি
তবে আর কি একজন সরকারি দল অপরজন বিরোধী দলে নাম লিখাই
আমি আর আপনি তখন পাঁড় রাজনীতিবিদ সেজে বসে থাকি
যদিও আপনি বলছেন না যে,আপনি অফিসের সময় নষ্ট করছেন
আমিও তেমন।
আরে ভাই ভেতো বাঙালি বলে কথা।
মে মাসের ভেজা বিকেল,আর আমি এবং আপনি বেইলী রোডে দাঁড়িয়ে
নারীদেহের সৌন্দর্য দেখা শেষ করে বাড়ি ফিরলাম।
ধরুণ বাড়িতে আপনি একা আর এই মাত্র স্বমেহন শেষ করলেন
পরদিন আবার চায়ের দোকানে দাঁড়িয়ে শালীনতা-অশালীনতা নিয়ে বক্তৃতা দিয়ে
নিজের পান্ডিত্য জাহির করলেন সকলের সামনে।
দিন শেষে, কিছুটা ভাত না খেলে শরীরে জুত পাইনা
আর এভাবেই আমরা এগিয়ে নিয়ে চলেছি বর্তমানকে
যদিও ভবিষ্যৎ তিন আঙ্গুল দূরে
আর একটি আঙ্গুল রাখি নিজের ফুটো বন্ধ রাখবার জন্যেই।
০৫/০৮/২০১৮
০৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৮
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ০৬ ই মে, ২০১৮ সকাল ৭:২১
সোহাগ তানভীর সাকিব বলেছেন: মে মাসের ভেজা বিকেল এর স্থানে বৈশাখের ভেজা বিকেল দিলে মন্দ হতো না। মাঝ খান থেকে বাংলা একটি মাসের ব্যবহার হয়ে যেত। এটাও দেশপ্রেমের ভেতরে পরে।
০৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৮
সুদীপ কুমার বলেছেন: শিখলাম।
৩| ০৬ ই মে, ২০১৮ সকাল ৯:৪২
রাজীব নুর বলেছেন: জীবনে কাউকে পাওয়াটা
বড় কথা না। আপনি যাকে
পেয়েছেন তাকে জীবনের শেষ
পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা...(সংগ্রহ)
০৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৯
সুদীপ কুমার বলেছেন: সুন্দর সংগ্রহ।
৪| ০৬ ই মে, ২০১৮ সকাল ১০:৩০
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন।।
০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ কবীর ভাই।
৫| ০৬ ই মে, ২০১৮ সকাল ১১:১৩
আকিব হাসান জাভেদ বলেছেন: আমি আর আপনি আছি বলেই দূরত্বটা কমে গেছে । কয়েকটা শব্দ ভেজা বিকাল কে সুভ্র করেছে । বুঝতে পেরেছি আপনি ভাতে মাছে বাঙ্গালি।
০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০০
সুদীপ কুমার বলেছেন: ঠিক বলেছেন।একদম ভেতো বাঙালী।
©somewhere in net ltd.
১| ০৬ ই মে, ২০১৮ রাত ১:৪৪
অর্থনীতিবিদ বলেছেন: ভালোই লিখেছেন।