নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

থুথু দেই নিজেকে

০৩ রা মে, ২০১৮ রাত ১২:১৫



প্রথম বৃষ্টির ফোঁটা শীতল অনুভূতি ছড়িয়ে দেয়
সাথে উশৃঙ্খল বাউন্ডুলে বাতাসের গান
ঝর ঝর।

বৃষ্টি কখনও সাথী হয় আমার।খোলা আকাশের নীচে,ভেজা মাটির
নরম বুকে।আমার প্রথম পদক্ষেপ অত্যন্ত ধীর-
একটি শুঁয়োপোকার মত-
একটি কচ্ছপ সম।

ঝর ঝর
জলন্ত ইটের ভাটায় সাদা মেঘ ভীড় জমায়
মানুষ ভীড় জমায়
বাঙালি ভীড় জমায়
ভয়ের গল্প শুনতে
যৌনতার গল্প শুনতে।পরনিন্দার চর্চা ক্ষেত্রে।

ঝর ঝর
মুখে মুখে গল্প বলার দিন শেষ হয়ে গিয়েছে
শেষ হয়ে গিয়েছে আদর্শ নিয়ে রাজনীতি চর্চার সেকেলে প্রথা।
বৃষ্টির ফোঁটায় নরম হয়ে আছে মাটি।আমার পা দেবে যায় কাদায়
যেভাবে বাঙালির বীরত্ব আটকে যায় গোপন যৌনতা চর্চায়।

ঝর ঝর
এসো আলিঙ্গন করি
আর বদলে ফেলি নিজেকে যতটুকু দেখালে হাততালি পাওয়া যায়।
এসো শাসন করি নির্লজ্জের মত যাদের শাসন করার নৈতিক অধিকার আমার নেই

ঝর ঝর
তৃপ্তির ঢেকুর তুলি
একটি কবিতার জন্ম দিতে পেরেছি তাই।

০২/০৫/২০১৮

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৮ রাত ১২:৩৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: শেষ বাক্যটা ভালো লাগলো।

০৪ ঠা মে, ২০১৮ রাত ৯:৩৫

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ০৩ রা মে, ২০১৮ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: থু থু নিজেকে না দিয়ে দুষ্টলোকদের দেন।

০৪ ঠা মে, ২০১৮ রাত ৯:৩৬

সুদীপ কুমার বলেছেন: বেশ বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.