নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বামপন্থায় পচন ধরে,আর বাঙালিদের সাম্যবাদ হতে পচা গন্ধ বের হয়
ঠিক তখন যখন তাদের সব ধরণের কর্মকান্ডের ফলাফল ভোগ করে
শুধুমাত্র মৌলবাদ।
আমি শতশত বিপ্লবীকে চিনি
যারা যৌবনে বিপ্লব আর সাম্যবাদের স্বপ্নে বুঁদ হয়েছিল
যেন এক একজন দেবতা মহাদেব যে কিনা গাঁজার নেশায় দিশাহীন,
অবশ্য তাদেরকে খাদ্য সরাবরাহ করা হতো।
তবে কর্ম জীবনে এসে বাঙালি বিপ্লবী রুপ বদলে ফেলে
ঠিক যেন এক একটি মরুর গিরগিটি
আর সহবাস করে
মৌলবাদের অর্থের সাথে
সুবিধাবাদের সাথে।
একজন বিপ্লবী এলো আমার কাছে, বলে-
মার্কস আর এঙ্গেল পড়েছেন?
আমি বললাম আমি অর্থনীতিবিদ হতে পারবোনা
তিনি বললেন, তবে রাজনীতি শিখুন,শিখুন কিভাবে বদলানো যায় সমাজ
আমি তাকে ভালো ভাবে দেখি-
দেখি এক বিপ্লবীর কংকাল যে কিনা
অলস ও বিধ্বস্ত।
রাস্তার কুকুর ঘেউ ঘেউ করে
আর বিপ্লবী তার অনুবাদ করে শোনায়-
আগামীতে মানুষ গরুর গাড়ি করে চাঁদে যাবে।
২৭/০৪/২০১৮
২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৪
সুদীপ কুমার বলেছেন: স্বাগতম।সুন্দর মন্তব্য।
২| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৪৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার লিখা পড়ে আমার কবিতার দু'চরণ মনে পড়ে গেল।
শৈশবে মোরা আলো চাই স্লোগানে মেতেছিলে কত !
আলোর প্রদীপ হাতে পেয়ে জ্বালিয়েছ কি তার মত?
২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৫
সুদীপ কুমার বলেছেন: দারুণ।চিন্তা ধারায় যথেষ্ঠ মিল আছে।
৩| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৭
রাজীব নুর বলেছেন: প্রেম ভালোবাসার সস্তা কবিতা নয়।
খুব ভালো।
©somewhere in net ltd.
১| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৫১
শহীদ আম্মার বলেছেন: ভাই সমস্যাটা নৈতিকতা ও মূল্যবোধ এর। নৈতিকতাহীন ও মূল্যবোধ বিবর্জিত লোকেরা যে কোন আদর্শের সাথেই বেঈমানী করে।
(এটা আমার প্রথম মন্তব্য। তাই ভূল হলে মাফ করে দিয়েন।)