নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাদের কথাগুলি সত্যই ছিল।আর অস্বীকার কেউ করেওনি।
সত্যকথার উপর স্বর্ণলতা ভর করে।সত্যবৃক্ষ আড়াল করে নিজেকে।
একজন শিক্ষক।একজন ব্যবসায়ী।একজন রাজনীতিবিদ মুখোশ পড়ে নেয়
আর সত্য কথাগুলি মিথ্যা কথায় বদলে যায়।
আগাছার মত বাড়তে থাকা পাকিভূত সব মানুষে পরিণত হয়
নিজেদের গায়ে যত্ম করে লিখে নেয়-"আমি রাজাকার"।
চেয়ারে বসে থাকতে থাকতে নিতম্বে শিকড় গজিয়ে উঠে।আমার হাসি
শুধু মাটিতে পড়ে থাকা পাথরই শুনতে পায়।
এক কৃষক আসে,হাতে তার মৃত মুরগী। সে হাউ হাউ করে বলে সব মরছে
ডাক্তার হেসে উঠে আর বলে মুরগীর পুটকী ভেজা।টিকা দিতে দেরী কেন?
২৭/০৪/২০১৮
২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৮
সুদীপ কুমার বলেছেন: শেষ লাইনটা সত্য ঘটনা। ধন্যবাদ।
২| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫২
রাজীব নুর বলেছেন: গত রাতে ভোলা জেলার সদরের চকবাজার, মনোহারী পট্টী ও খালপার সড়কের শতাধিক ঘর আগুনে পুড়ে যায়।
৩| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৯
সুদীপ কুমার বলেছেন: রাজীব ভাই,খুবই দুঃখজনক।ফেসবুকে লাইভ দেখেছি।
©somewhere in net ltd.
১| ২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৭
ব্লগার_প্রান্ত বলেছেন: শেষ লাইনটা পড়ে, না হেসে থাকতে পারলাম না!