নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারপর মেঘগুলিও শান্ত হয়ে পড়ে,কোন এক সময়
বৃষ্টিস্নাত পাতাগুলিতে মিশে যায় দিনের আলো
আঁধার গিলে নেয় পশ্চাৎগামী যান্ত্রিক আলো
তারপর নেমে আসা ক্লান্তি ভর করে দুই চোখের তারায়।
শুধু ছুটে চলা
শুধু ছুটে চলা
জীবনের দিগন্ত রেখা বরাবর হাঁটতে হাঁটতে কোন এক সময়
ভিন্ন কোন এক জগতের হাতছানিতে নিজেকে ঘুরে ফিরে দেখি
বারবার।
রক্তে
মাংসে
জীবনের স্রোত,যখন থেমে যাবে,তখন
তখনও কি আমি থাকবো পৃথিবীর বুকে-
কোন আর একটি প্রাণের বয়ে চলা প্রাণ প্রাচুর্যের মাঝে।
হয়তো ঝাঁকি।তাই চোখ মেলি।আঁধারে মিশে আছে বর্ষণ সিক্ত
বৃক্ষের সারি। তারপর।তারপর আলোগুলি মিশে যায় আঁধারে
আর আমি ছুটি
আমি ছুটি
একবুক ভালোবাসা সাথে নিয়ে।
তুমি বুঝি আছো বসে
শতাব্দীর প্রদীপ হাতে।লাল শাড়ি।লাল টিপ।সাথে বুঝি তোমার
আমার ভালোবাসা, - খেলে চলে নিঃশব্দে।
এত কোলাহল
চলো পিছে ফেলি
এত ব্যাস্ততার বোঝা
চলো ছুঁড়ে ফেলি।
আবার ঝাঁকিতে চোখ মেলি।ছুটে চলি যান্ত্রিক জীবনমরু পথে
শুধু দুমুঠো গোলাপ রেখেছি আমার হাতে
আর কি বা আনা যায়
আনতে পাড়ি,- মাটির ঘরে
তারপর স্যাঁতস্যাঁতে আঁধারে নিজেরে সঁপি।
২৫/০৬/২০১৮
২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৮
সুদীপ কুমার বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৩
রাজীব নুর বলেছেন: ওখানে শৈশবে ফেরা,শাসন,আস্কারা
ভোরের কিচিঁর মিচির,বৃষ্টি-ঝমঝম,রাতের খোলা আকাশের মায়া বড় বেশি,
এখানে ছাঁচে বসানো জীবনের মায়া আরও বেশি...!
২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৯
সুদীপ কুমার বলেছেন: আপনার সব মন্তব্যই ভালো লাগে।
৩| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৭
ইমরান আল হাদী বলেছেন: আলোতে বের হয়ে আসুন কবি।
২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫০
সুদীপ কুমার বলেছেন: মৃত দেহ কবরে গেলে আলো পাবে কিভাবে?
©somewhere in net ltd.
১| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৪২
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। লাভের পিছে ঘুরতে ঘুরতে একদিন সবার দু'হাত আবারো একদম শূন্য হয়ে যাবে। কোন লাভ নেই। এত কোলাহল আর এত ব্যস্ততার মাঝে।