নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনও কি শিশির জমে,পুরুষ্ঠ ধানের শীষে
এখনও কি চাঁদ উঠে,বাঁশ বাগানের মাথাতে,- নিঃশব্দে
কেউ কি খুঁজে তার কাজলা দিদিকে,- প্রশ্ন রাখে মায়ের কাছে
এখনও কি মেঠো পথ ধরে, শেষবিকেলে ফিরে আসে,- রাখাল ছেলের দল
এখনও কি খুঁজে পাও সাঁজের মায়া,গাঁও গেরামে
এখনও কি খুঁজে পাও, ধেঁড়ে ইঁদুর,কার্তিকের শেষে,- মাঠে মাঠে
আমি না এখনও খুঁজি,শত সহস্র মানুষের ভিড়ে,নিসঙ্গ পথিক সেজে
কত কাল
কত কাল দেখিনি বাংলার মুখ জীবনানন্দের চোখে!
২৪/০৪/২০১৮
২| ২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৮
রাজীব নুর বলেছেন: আহা অতি মনোরম।
৩| ২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০০
ইমরান আল হাদী বলেছেন: অনবদ্য কাব্য,অভিন্দন।
৪| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০১
আকিব হাসান জাভেদ বলেছেন: ছোট কাব্যে ছোট্ট করে আঘাত এনেছে মনে । মনে হলো কিছু একটা হারিয়েছি সত্যি। সুন্দর কাব্য ।
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:১৮
সোহাগ তানভীর সাকিব বলেছেন: সুন্দর লিখেছেন। ধন্যবাদ।