নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনও রাত অযোধ্যায়,রাবণ কি নিদ্রাহীন?-সত্যিই কি সে জেগে আছে আজও?
শুধু কি প্রতিশোধ,পর নারীর লোভ?-ভালোবাসা ছিলোনা বুঝি?রাম নিয়ে গেলো সীতারে,-অযোধ্যায়!
হোক একতরফা!তবুও তো প্রেম।
এতোটা সুন্দর তুমি- কই-আগে তো বুঝিনি
আমি বুঝি খেলার পুতুল-তাই-দিন নেই রাত নেই
সাজাতে আমায়।
আমি চোরাকারবারী নই-নই মাদকের কারবারী
তবু চুরি করতে চেয়েছি-ভালোবাসা-কই পাচার তো করিনি-প্রেম
মাদক ছুঁয়েও দেখিনি কখনও-তবুও নেশায় হয়েছি বুঁদ
এখন অনেক রাত কঙ্কাবতী-আমার জীবন জুড়ে।হনুমান এসেছিল-মশাল ছিলোনা হাতে
রাবণ সেজে বসে আছি সাজানো লংকার নিরব রাজ্যে
আর তুমি-কঙ্কাবতী?-জেনেছো কি, রাম ভালোবাসার নয়।নয় কারও-রাম বুঝি সবার
তোমার শয্যায় একাকীত্ব পাখা মেলে,-রোজ রাতে বুঝি?
কঙ্কাবতী-
আমার কঙ্কাবতী।
০৪/০৪/২০১৭
০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
সুদীপ কুমার বলেছেন: সত্যিইতো।
২| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০৪
অর্থনীতিবিদ বলেছেন: রূপকথার গল্পে এক কঙ্কাবতীর কথা পড়েছিলাম। কবিতা পড়ে মনে হচ্ছে সীতাকে নির্দেশ করা হচ্ছে।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
সুদীপ কুমার বলেছেন: একমত হতে পাড়লামনা।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৬
রসায়ন বলেছেন: //এতোটা সুন্দর তুমি- কই-আগে তো বুঝিনি/
আহা