নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা সময় এই ঘটনা আমাদের সামনে আসতোই।আমি জানতাম,তাই
আমি কোন কথা বলছিলাম না।সেও চুপ ছিল।তবুও থেমে ছিলোনা
আমাদের ভাব বিনিময়।আমি তার হাত ধরে ছিলাম।এই হাত আমাকে
এক সময় হাঁটতে শিখিয়েছে।খাইয়ে দিয়েছে।আদর করেছে।করেছে শাসন।
আমরা হয়তো কথা বলছিলাম,- না জানা ভাষায়।এই ভাষা হয়তো খুব
ক্ষণস্থায়ী।খুব দ্রুতই আমরা শিখি, আবার ভুলেও যাই।
এক সময় আমার হাতের মুঠোতে থাকা তার হাত জানিয়ে দিল-“বিদায়”।
বাতাসে তখন কান্নার ঢেউ।আর আমি সে সময়ে ছিলাম ভাষাহীন।
২৬/০৩/২০১৮
©somewhere in net ltd.