নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

আশ্চর্য নয়,স্বাভাবিক

০৩ রা মার্চ, ২০১৮ রাত ১১:৪২



অনেকদিন হলো আমি আর আশ্চর্য হতে পারিনা,যখন সবকিছু
জেনেও আমরা না জানার ভান করা শিখেছি,যখন উট পাখি সেজে
বালিতে মুখ গুঁজতে শিখেছি।আমার ব্যক্তি জীবন ক্রমেই আধুনিকতার বৃত্তে
বন্দী করে ফেলেছি সজ্ঞানে।

অনেকদিন হলো কোন খবর আমাকে অবাক করেনা,কারণ ড:হুমায়ন আজাদকে
চলে যেতে দেখেছি।হ্যাঁ,বলতে পারো আমিও প্রতিবাদ করি তবে নিজের কাছাটা
চেপে ধরে।

আমি দৌড়ে যাচ্ছি এক অসুস্থ সময়কে সঙ্গী বানিয়ে আর দোষারোপ
করছি ঈশ্বরকে। যদিও মতবাদকে পারছিনা বদলাতে,সে সক্ষমতা
অর্জনের সামর্থ হারিয়ে ফেলেছি নিজেরই অজান্তে।

আমি আর আশ্চর্য হইনা- একজন জাফর ইকবালের উপর বর্বর হামলার ঘটনায়।

০৩/০৩/২০১৮

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১১:৪৬

রাজীব নুর বলেছেন: মুহম্মদ জাফৱ ইকবাল স্যারের উপৱ হামলাৱ তীব্ৰ নিন্দা এবং ঘৃণা প্ৰকাশ কৱছি।

০৩ রা মার্চ, ২০১৮ রাত ১১:৪৯

সুদীপ কুমার বলেছেন: সহমত।

২| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ৭:১২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: একটা জাতি কি এতোই অধঃপতিত হয়ে গেলো যে তাদের কাছে কোনো প্রানেরই মূল্য নেই ?

০৬ ই মার্চ, ২০১৮ রাত ১২:১৯

সুদীপ কুমার বলেছেন: কয়েকজন কুকুরছানার সাথে জাতির তুলনা হয়না।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ৭:৪৮

রাফা বলেছেন: শেকড়টা অনেক বিসতৃতি লাভ করে ফেলেছে।আরো অনেক জিবনই হয়তো চলে যাবে।তবুও হার না মানার প্রচেষ্টাটুকু অব্যাহত রাখতে হবে।
অল্প কথায় চকৎকার লিখেছেন,ধন্যবাদ।

০৬ ই মার্চ, ২০১৮ রাত ১২:১৮

সুদীপ কুমার বলেছেন: হার মানার কোন প্রশ্নই আসেনা।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ৯:৪৮

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: দেশের অনেক মানুষই এখন চরমপন্থীদের পা-চাটা। ভেতরে ভেতরে শিকড় অনেকদূর গড়িয়েছে। বিষাক্ত গাছ এখন ফল দেয়া শুরু করেছে।
এখনও সময় আছে, গাছটা উপড়ে ফেলার। নচেচ গাছের সাথে সাথে জমিটাও নষ্ট হয়ে যাবে। হতে শুরু করেছে।

০৬ ই মার্চ, ২০১৮ রাত ১২:১৫

সুদীপ কুমার বলেছেন: নষ্ট হতে শুরু করেনি।নষ্ট হয়েই আছে।

৫| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১০:১৪

ইনাম আহমদ বলেছেন:
আসলেই, স্বাভাবিক। কিন্তু একই সাথে ভয়াবহ! :| :| :|

০৬ ই মার্চ, ২০১৮ রাত ১২:১৪

সুদীপ কুমার বলেছেন: ইসলামী ছাত্র সংঘই আজকের শিবির।এরা ৭১ বলেছে ওরা ইসলামের দুশমন আর এখন বলছে নাস্তিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.