নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

বিমর্ষবসন্ত

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১২



তারপর,শেষবার তোমাকে দেখেছিলাম শাহবাগে,পাবলিক বাসে
সন্ধ্যার আলো ছিল মায়াবী মুখে।যেন এক চুম্বক, দূরে তাকানো ছিল দায়-
আমার জন্যে।প্রথমবার ছিলনা।কত ভালোবাসা পড়ে ছিল অতীতগর্তে।
তুমি আমার ভালোবাসা হবে এই বসন্তে?

ক্লান্তি তোমাকে নিয়েছিল তন্দ্রারাজ্যে।ভাগ্যিস ছিলে চোখ মুদে।তাই বুঝি
পাবলিক বাস হুমড়ি খেয়ে পড়েছিল ওই লাবণ্যবনে।তুমি উপভোগ করছিলে?
ছিলনা বুঝি অসস্তি।

শেষবার তোমায় দেখি বোবাবসন্তে।বোবাই তো। বিগতবসন্তে প্রেম গ্রীষ্মমাঝি।

তোমার কাছে শুধু বসে থাকা-চুপটি করে
তোমার হাতে হাত রাখা- খুব গোপনে
তোমার ওষ্ঠে ওষ্ঠ রাখা-রাজ্য জয়ের উন্মাদবাসনা
তোমার কথার জালে জড়িয়ে যাওয়া- ইচ্ছামৃত্যু।

নীল শাড়ির মায়াবী আলোয় বন্দী আমি,আমার ভালোবাসা হবে?

শুধু হাতটি তুমি ধরতে দেবে, হঠাৎ পাওয়া ভালোবাসার নীরব পথে।

তারপর,শেষবার দেখেছিলাম তোমায় শাহবাগে।নীল শাড়ি ছিল তোমায় জড়িয়ে।
মায়াবী আলো ছিল তোমার শরীর জুড়ে।আমি?- এক সাধারণ ভক্ত তোমার।শুধু
হেঁটেছিলাম তোমার সাথে এক লয়ে-বিগতসন্তে।

০১/০২/২০১৮

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.