নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরিষার ক্ষেত পেরিয়ে মিষ্টি রোদ চলে আসে মহাসড়কে।দূর হতে
মনে হয় রাস্তা শেষ ওই বৃক্ষের বনে। কাছে এলে ভুল ভাঙ্গে। বৃক্ষ সরে
যায় দু'পাশে।
খুব ছোট বেলায়,লাল দিঘির পারে যখন দাঁড়াতাম, হাঁসেদের জল কেটে পথ চলার
দৃশ্য চেপে বসতো শিশু মনে।লাল ইটের বাড়িটি আজও শ্রীহীন যেমন ছিল শিশুকালে।
দৃশ্যপটের বাহিরে এসেই হয়তো জানতে হয় দৃশ্যপটকে।
ঝিমুনী ধরা পথ চলা থেমে যায় সিরাজগন্জে।সাময়িক যাত্রাবিরতি।পথ চলতে
জীবনেরও প্রয়োজন বিরতির।ঠিক চোখের পলক ফেলার মত বিরতি। প্যাঁচিয়ে
থাকা দিনগুলি পরস্পর পরস্পরকে ভালোবাসে সমান্তরালভাবে।
মিষ্টি রোদে ছায়াগুলি হাসতে হাসতে আমাকে অতিক্রম করে।কোন রকম
বিদায় সম্ভাষণ ছাড়াই।কে কাকে বিদায় জানায়? নাকি ফিরে আসতে চায়?
যেভাবে ফিরে আসে কিশোরী অতীতসময় পেরিয়ে,পূর্ণাঙ্গ নারী হয়ে। আর
মধ্যবয়স্ক তরুণ কিশোরদৃষ্টিতে চেয়ে থাকে তরুণীটির দিকে নিষিদ্ধ সময়ের ঘেরাটোপে।
ছায়াগুলি খেলছে চলন্ত গাড়ির জানালায়,যেভাবে স্মৃতি খেলে নিউরনে।
২৮/০১/২০১৮
২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫২
সুদীপ কুমার বলেছেন: আসলেই সময় খুব নিষ্ঠুর।।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২০
হিমু রির্টান বলেছেন: নান্দনিক রচনা
২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫২
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪০
রাজীব নুর বলেছেন: সুন্দর।
২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৩
সুদীপ কুমার বলেছেন: বরাবরের মত ভালোলাগা জানালাম।
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৭
সাইন বোর্ড বলেছেন: কবিতার ভাবনা ও কথার সাথে সব কবি নিজেকে একাকার করতে পারেনা, যেমনটা অাপনি পারেন...
২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০২
সুদীপ কুমার বলেছেন: লা জবাব।।
©somewhere in net ltd.
১| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৪
বিজন রয় বলেছেন: কোন রকম বিদায় সম্ভাষণ ছাড়াই....... খুব নিষ্ঠুর লাগল যে!