নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওই যে মেঠো পথ- ঘাসহীন; পুরুষের চুলহীন মাথার মত,
তাকে ঘিরে রেখেছে মসৃণ সবুজ। তালগাছ হয়তো
ডাকছে তাকে।আয়,আমার কাছে আয়।আমি শুনেছিলাম সে ডাক
কোন এক অবাকসময় মাঝে।স্মৃতিতে তরতাজা সেজে বসে আসে সে।
ক্লান্তিকর জ্যাম ঠেলে শম্বুক গতির বাসগুলি
কাউরান বাজারে দীর্ঘশ্বাস ছাড়তে ব্যাস্ত-
প্রতিদিন যেমন হয়,ঠিক তেমন।
যান্ত্রিক শব্দগোলযোগে ঝিমুনি রোগ বাসা বাঁধে
তাই আমি বিচ্ছিন্ন করে রাখি নিজেকে বর্তমান অলসসময় হতে।
আমরা হয়তো জ্যোৎস্নামাখা কুয়াশায় ভিজতে ভালোবাসি
আমরা হয়তো সবুজ মেঠো পথে হারিয়ে যেতে ভালোবাসি
আমরা ফিরে আসি কর্কশ বর্তমানে
২৪/০১/২০১৮
২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৮
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
২| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৯
কিরমানী লিটন বলেছেন: কবিতায় মাটির নিখাদ স্বাদ পেলাম।
অনেক শুভকামনা কবি।
২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৯
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।
©somewhere in net ltd.
১| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২
রাজীব নুর বলেছেন: সুন্দর।