নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যখন রাজবাড়িতে প্রবেশ করি,ঠিক তখন অতীত কান্না জুড়ে দেয় -
শীতল বাতাসে।চুন-সুরকীর দেয়াল বেয়ে বিষাদ ঝরে পড়ে।ঝর্ণা নয়,অনেকটা
তুষার পড়বার মত আর কি।শ্যাওলা ধরা স্যাঁতস্যাঁতে দেয়াল রাজা আর জমিদার
আমলের গল্প বলে-রুপকথার মতই।আর আজ দেশে দেশে বামপন্থার গল্পও হয়ে
গিয়েছে পুরানো রাজবাড়ীর ভাঙ্গা দেয়ালের মত।পুঁজিবাদ যেখানে ক্ষণে ক্ষণে
রুপ বদলিয়ে নিজেকে নিয়ে যাচ্ছে -সমাজতন্ত্র হতে অনন্য উচ্চতায়। সেখানে সমাজতন্ত্র চায়ের টেবিলের উত্তেজক আলোচনার বিষয়মাত্র।
বাংলাদেশে কচি ডাবের মত বাম ছাত্র সংগঠনগুলি পুঁজিবাদের আলোয় ঝলক
দেয়।আর বুড়োকালে ডানপন্থায় ডুবে ডুবে জল খায়- হিসাব করে।
আমার ভুলোও হতে পারে তবুও সাদা চোখে যা দেখা যায়- পুরোনো বামপন্থীরা
পুঁজিবাদের দরজায় লেজ নাড়ায়।
চারু মজুমদার শুধু জেনে গেলো তার পথ ভুল ছিল- অবশ্য মৃত্যুর আগে। অনেক
প্রাণ ততদিনে ঝরে গিয়েছে অযথা।
আমার মুখে থুথু জমে যায় আর আমি তা ফেলে দিই-ওয়াক থুঃ বলে।
২৩/০১/২০১৮
২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩১
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ-শুভকামনা ভাই।সমালোচনা আশা করি।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৩
রাজীব নুর বলেছেন: পড়লাম। জানিয়ে গেলাম।
২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩১
সুদীপ কুমার বলেছেন: শুভকামনা।
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০২
কিরমানী লিটন বলেছেন: অতল ছুঁয়ে দিলেন। চমৎকার মুগ্ধতা।
অভিনন্দন আর শুভকামনা সব সময়।