নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনও কখনও এমন হয়,- সব আলো একত্রে ছুট দেয়
তোমার দিকে,
কখনও কখনও এমন হয়,-সমস্ত দক্ষিণা বাতাস ছুঁয়ে দেয়
তোমার শরীর
আর মাতাল করা ঘ্রাণ আমাকে নিয়ে যায় ভিন্ন এক পৃথিবীতে।
বরাবরের মত আমি দাঁড়িয়ে ছিলাম,তুমি আসবে বলে।
যদিও ফার্মগেট ছিল শব্দ দূষণের শীতল ঘরে
যদিও লোকাল বাসগুলিতে ভাড়া নিয়ে চিৎকার ছিল, ছিল বচসা
মানুষের ভিড়ে ব্যাস্ততা ছিল প্রচন্ড।
আমি দাঁড়িয়ে ছিলাম
ছিলাম তোমার অপেক্ষায়।
আচ্ছা বলতো,নীল শাড়ি কেন আজ এতো গর্বিত
কেন থেমে গেলো ফার্মগেটের সকল শব্দ
লোকাল বাসগুলি ভাড়া কাটা থামিয়ে দিল
সকলে কেন ব্যাস্ততা ফেলে উপভোগ করতে শুরু করলো জীবনকে?
কঙ্কাবতী আজ তুমি নীল শাড়ি পড়েছো,তাই বুঝি সকালের আলো হতে স্নিগ্ধতা ঝরে।
কঙ্কাবতী আজ তুমি সদ্যস্নানের প্রসন্নতা দিয়ে আচ্ছন্ন করে রেখেছো আমাকে।
কঙ্কাবতী আজ বুঝি সকল ভালত্ব ঘিরে ফেলেছে আমাকে।
কঙ্কাবতী আজ বুঝি সরস্বতী নয়,তোমার জন্য সেজেছে এই সবুজ পৃথিবী।
২২/০১/২০১৮
২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৫
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৯
রাজীব নুর বলেছেন: পুতু পুতু টাইপ কবিতা বাদ দেন-
জ্বালাময়ী কিছু লিখুন।
২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৪
সুদীপ কুমার বলেছেন: সব সময় জ্বললে ছাই ছাড়া আর কিছু অবশিষ্ট থাকবেনা। ধন্যবাদ রাজীব ভাই।
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৫
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ ভালোলাগার কবিতা- চমৎকার