নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবকিছুই ঘুরছে।সূর্য,পৃথিবী আর আকাশগঙ্গা। আমি স্থির হয়ে আছি।
আমার ঘুম আর জাগরণের মধ্যের সময়টুকুর ফাঁকে মাথা গলিয়ে দেয়
একদল স্বপ্ন। স্বপ্নগুলোও ঘুরতে শুরু করে।অবশ্য আমার চেতনায় সবকিছু
থেমে আছে।
সবকিছুই ঘুরছে।কেবল আমি ছাড়া। আমার মরদেহ স্থির হয়ে আছে নতুন
করে খুঁড়তে থাকা কবরের পাশে।কোদাল মাটিকে কেন্দ্র করে ঘুরতে শুরু করে,
আমি শুনছি চলমান মানুষের বিষাদমাখা কন্ঠস্বর।দুর্বল হতে থাকা কান্নার স্বর।
আমি
স্থির।
মরদেহ চলমান।
২১/০১/২০১৮
©somewhere in net ltd.