নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুটপাতেও প্রেম থাকে,থাকে ভালোবাসার ওম।
ফুটপাতেও লোভ থাকে,থাকে নির্লজ্জ কাম।
শীত বুঝি তার অহংকার হারালো ঢাকার রাজপথে
তবু
সারারাত
জেগে থাকা মানবতা
চুপিসারে যায় শীতবস্ত্র বিতরণে
চুপিসারে।
চাহিদার বুঝি শেষ নেই। শেষ নেই চাওয়ার-আমাকে একটি দিন
আমাকে একটি দিন।
শীতবস্ত্র
বিতরণ
আহ কি সুখ?- সুখ নয় রীতিমত রণক্ষেত্র।রাত্রি দ্বিপ্রহর।ঘুম নেই তোমার চোখে?
যে মেয়েটি আচমকা ঘুম ভাঙ্গা চোখে চেয়ে দেখে,হাতে তার শীতবস্ত্র
তার মনের গলিতে একবার দাঁড়াও।কি দেখা যায়?
আলো বুঝি?-
সে আলো যে দেখে সেই জানে তার উজ্জলতা।
ফুটপাতেও প্রেম থাকে,থাকে ভালোবাসার ওম।
ফুটপাতেও লোভ থাকে, থাকে নির্লজ্জ কাম।
তবু
কিছু সাদা মনের মানুষ এখনো আছে পৃথিবীতে
যারা চুপিসারে
রাত্রি দ্বিপ্রহরে
যায় ফুটপাতে
শীতবস্ত্র বিতরণে-
চুপিসারে
এই ঢাকা শহরে; ইট পাথরের শহরে।
২০/০১/২০১৮
২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৩
সুদীপ কুমার বলেছেন: খুব সুন্দর কোটেশন।
২| ২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৩
সাইন বোর্ড বলেছেন: হ্যাঁ, এখনো কিছু সত্যিকারের হৃদয়বান মানুষ অাছে, যাঁরা কিছু দান করে কোন প্রচার বা নামের অাশায় নয়, একেবারে হৃদয় থেকে ।
২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৩
সুদীপ কুমার বলেছেন: আসলেই তাই।
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৫
রাজীব নুর বলেছেন: কবিতা পবিত্র জিনিস। এখানে সব দায়ের অবসান। এখানে পরম শান্তি। সেই কবিতাকে ভালোবাসো। ... সব সময় মনে রেখ - লোকটা যখন কবিতা লিখছে - নিজেকে পুড়িয়ে লিখছে।' - রাম বসু