নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুখোশগুলি পথে পড়ে থাকে,আর আমরা একে একে সবাই তা পড়ে নেই
বাতাসের ঝাপটায় দরজা খুলে যায়- ঘরে আলো প্রবেশ করে
আমরা আয়নার সামনে
সবাই সবাইকে নতুন ভাবে চিনে নিই-
কোন মুখোশে লেখা আছে আমজনতা-
কোনটাতে শুধুই সুশীল অথবা পন্ডিত-
কোনটায় রাজনীতিবিদ।
বাতাসের ঝাপটায় দরজা বন্ধ হলে আঁধার নেমে আসে ঘরে
আয়নায় কোন মুখোশ নেই; আসলেই কি নেই?
আঁধারে মুখোশ হাত বদল হয়,মুখোশ কিন্তু একই রকম।
নদী দরজা দিয়ে ঘরের মাঝ দিয়ে বয়ে যায়
আমরা নদীতে নৌকা নামিয়ে নিজেরা চড়ে বসি-
নৌকায় আমরা সবাই আছি- মুখোশ পড়ে,
মুখোশগুলি প্রত্নতাত্বিক বিভাগে পাঠিয়ে দিলে
সবাই সবার কাছে কেমন অপরিচিত-যেন ভিন্ন গ্রহের।
আমরা আয়নার সামনে নিজেকে মেলে ধরি- এক ঋষির প্রতিবিম্ব আয়নায়
অবশ্য ঘরে কেউ নেই তখন।
১৫/০১/২০১৮
১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৩
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০০
সাইন বোর্ড বলেছেন: অনবদ্য লেখা, মুগ্ধ হলাম পড়ে !