নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জলের উপর বসত।সময় সামনে দোলে।পেছনে দোলে
উষ্ণতার সিঁড়ি দিয়ে নীচে নামতে থাকা তাপমাত্রা মুচকি হাসে।আমিও হাসি,
অপদার্থের হাসি,আর কি।
শীত দৌড় দেয়,- শরীর বেয়ে।তাপমাত্রা মুচকি হাসে
সময় সামনে দোলে।পেছনে দোলে।আমিও হাসি।হাসতে হয় তাই হাসি।
১৩/০১/২০১৮
১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৬
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫০
রাজীব নুর বলেছেন: বাহ !!!