নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পানপাতা মুখমন্ডলের সুন্দর তরুণী
যে কিনা হেঁটে চলেছিল,-রাস্তার পাশ দিয়ে
তার ঠোঁট জুড়ে ছিল-মিষ্টি হাসি।
পানপাতা মুখমন্ডলের সুন্দর তরুণী
যে কিনা দেখা দিয়েছিলো-বেইলী রোডে,
সবাই তার দিকে ছিলো তাকিয়ে।
পানপাতা মুখমন্ডলের সুন্দর তরুণী
হাঁটছিলো তার প্রেমিকের হাত ধরে,
তাকে পর্দায় বন্দী করেছিলো আমজনতা।
পানপাতা মুখমন্ডলের সুন্দর তরুণী
যে কিনা ছিল উচ্ছল,
এসেছিলো বাংলার শ্যামল মেঠোপথ বেয়ে।
পানপাতা মুখমন্ডলের সুন্দর তরুণী
যে কিনা বিলিয়েছে ভালোবাসা-সবার জন্যে,
চোখে তার স্বপ্ন ছিল-মুক্ত আকাশের।
এখন সে বদলে যাচ্ছে,-নিজেরও অজান্তে।।
১২/০১/২০১৮
২| ১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৩
চাঁদগাজী বলেছেন:
অন্য একদিন, পরীক্ষা করার খাতিরে, শুধু এই ছবিটা পোষ্ট করে দেখতে পারেন (বিনা কবিতায় )।