নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানুয়ারীর এক সন্ধ্যায়,বড্ড অলস সময়-অপেক্ষায় ছিল
হয়তোবা আমার জন্য।এমন সময়-ঘুমের জন্যও নয় আবার
কাজের জন্যও নয়।বারে বৃহস্পতিবার-বাড়ির রাস্তা হাত ধরে হ্যাঁচকা টান মারে।
তারা সবাই কথা বলে আমার সাথে- অর্থাৎ আমার আত্মার আত্মীয় যারা,
আমি সবার সাথেই কথা বলি।আবার কারও সাথেই কথা বলিনা। আমি সবাইকে
স্পর্শ করি-কাউকেও স্পর্শ করিনা।টিভি বাচাল ব্যক্তির ন্যায় বক বক করেই যায়,
আমি শুনছি কিন্তু শুনছি না।
সন্ধ্যা হাতীর ন্যায় হেলেদুলে রাতের দিকে এগোয়।আমি ভুলে থাকতে চেষ্টা করি
একক সময়।
আমি সবার কাছেই আছি।কিন্তু কারও কাছে নেই।
১১/০১/২০১৮
©somewhere in net ltd.