নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে মানুষটি লেপের নীচে শুয়ে আছে এই শীতের রাতে
উষ্ণতা তাকে ঘিরে আছে,শীতলতাও তাকে ঘিরে আছে
সে ঘুমিয়ে আছে,কিম্বা জেগে আছে- স্বপ্ন নিয়ে
আমি প্রতিদিন যখন হেঁটে যাই,খুব সকালে,পরিবাগের দিকে,ওভারব্রীজ
পার হবার সময়, নজরে আসে একটি ভাসমান পরিবার।এই শীতে শিশুটি
নিঃচিন্তে ঘুমিয়ে আছে মায়ের পাশে- উষ্ণতা তাকেও ঘিরে আছে বা থাকে
যেমন উষ্ণতা জড়িয়ে থাকে অট্টলিকার মাঝে।
যে মানুষটি গভীর রাতে চলে যায় সোনার গাঁ হোটেলে- কোন কারণ ছাড়াই(?)
তারও কি উষ্ণতার অভাব আপন নারীর শরীরে।রাত বারোটার পর
চেনা-জানা মানুষগুলি(পরহেজগার মানুষগুলি),- দিনের বেলার শালীন,ভদ্র
মানুষগুলি মুখোশখুলে নুতুন মুখোশ পড়ে ঢুকে পড়ে - অভিজাত হোটেলের
রুপালী জগতে।
এই শীতে উষ্ণতা কাংখিত।উষ্ণতাকে ঘিরে আবর্তিত হতে থাকে পৃথিবীর সব প্রাণ
ধীরে
কিম্বা
দ্রুত।
উষ্ণতা বিক্রি হয় দামী বিছানার বর্ণিল চাদরে- উপরে কিম্বা নীচে।
০৭/০১/২০১৭
০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৮
সুদীপ কুমার বলেছেন: সুন্দর প্রস্তাব।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৬
রাজীব নুর বলেছেন: আমাদের দরিদ্র দেশে এক শ্রেণীর মানুষ আছে- তারা খুব বেশী রকম বিলাসিতা করে থাকেন। দরিদ্র দেশে বিলাসিতা করা ঠিক নয়। একেবারেই ঠিক নয়। দেশের স্বার্থে বিলাসিতা বন্ধ করতে হবে। নিজের শখকে মাটি করতে হবে। যাদের প্রচুর টাকা আছে- তাদের বিলাসিতা করতে লজ্জা হওয়া উচিত। ওমুক লোকের মেয়ের বিয়ে- ওমুক লোকের ছেলের বিয়ে- দাওয়াত দাও তিন থেকে পাঁচ হাজার মানুষ, খরচ করো লক্ষ লক্ষ টাকা। বিশাল সেন্টার ভাড়া করো। লাইটিং করো সারা বাড়ি রাস্তা সহ। কেন রে ভাই এই ফালতু খরচ? আপনার ছেলে অথবা মেয়ের বিয়েতে খরচ টা কম করে সেই টাকা দিয়ে- দরিদ্র মানুষদের সাহায্য সহোযোগিতা করুন। লোক দেখানো ব্যাপার স্যাপার বন্ধ করুন।
০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৭
সুদীপ কুমার বলেছেন: খুব সুন্দর প্রস্তাব।
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৮
চাঁদগাজী বলেছেন:
আপনি একদিন কোন সুন্দর একটা ছবি দিয়ে, ১ লাইনের একটা পোষ্ট দিয়ে দেখতে পারেন, পাঠকেরা কিভাবে নেয় বুঝার জন্য!