নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহিলাটির প্রাণী প্রেম অবাক করারই মত।কেঁদে কেঁদ সে জানালো
গতকাল তার দুটি হাঁস মারা গিয়েছে।মন ভরে উঠলো প্রশান্তিতে। প্যাঁক প্যাঁক শব্দে
একটি হাঁস ডাকছে।আমি বুদ্ধের দৃষ্টিতে তাকাই।হাঁসটি অভিযোগ করে-শোন
আজ দুই দিন আমি ডিম পাড়িনি।–ক্ষতি কি?বুদ্ধের স্বরে তার কাছে জানতে চাই।
-ক্ষতি নেই?
আমি বুদ্ধের ভঙ্গিতে চোখ মুদে রই।
হাঁসটি প্যাঁক প্যাঁক শব্দে চলছে; যেতে যেতে বলে-শীতকালে হাঁসের মাংসের খুব স্বাদ।
পুরস্কার পেতে কার না ভালো লাগে।আর সে যদি হয়-নোবেল প্রাইজ।
বহু প্রশিক্ষণে রপ্ত হাসির ভঙ্গি আর একটি আত্মহত্যার ছবি বাতাসে ঘুরপাক খায়।
ক্ষুদ্রঋণ হাঁসেদের জন্যে বেশ মানানসই,তাই তিনি বিখ্যাত-
হাঁস চড়ানোর জন্য।
হাঁসটি প্যাঁক প্যাঁক শব্দে চলছে; যেতে যেতে বলে-শীতকালে হাঁসের মাংসের খুব স্বাদ।
২৭/১২/২০১৭
২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
সুদীপ কুমার বলেছেন: সুন্দর লেখনি।
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: চক্র-চক্রান্তরে এইতো চলছে!
ঘোড়ায় চড়া মর্দ্দ থেকে লিমোজিন-কাহিনী একই!
আবার হাস হব না ডিম হব না আরোহী তাও যেন ছকাবদ্ধ!
সময়ের ফেরে ঘুর্নাবর্তে সবাই! কখনো শিকারী কখনো শিকার!