নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিভাবে তাকে আটকাবে।তোমাকে সে পেয়ে বসবে।বয়সকে আটকানো যায়না।
আয়নার সামনে কথাগুলি তুমি ভাবছো-পাক ধরা চুলে চিরুনীর জয়যাত্রা।
আয়নায় তোমার-আমার প্রতিরুপ(প্রতিবিম্ব)।কৃষ্ণগহ্বরের অপরপ্রান্তে মহাবিশ্বের প্রতিরুপ(?)
শুক্রাণুর দৌড় শেষে যোনীদ্বারের কাছে উৎকন্ঠিত মুখ-প্রতিরুপ(?)
ছোট্ট সোনা
ভাই
স্বামী
পিতা
বুড়া
প্রতিরুপ।
সিঁড়ি দিয়ে উঠছি।উঠছি।সুনীল আকাশ।সবুজ শ্যামল ফসলের ক্ষেত।পোকা-মাকড়ের সঙ্গম।রাজনীতিবিদের অস্কার বিজয়ী অভিনয়।সাম্রাজ্যবাদের ধর্মীয় জলসা শেষ করে একজন আনু মোহাম্মদ অথবা বাটপার সুশীল
সমাজে বসে জ্ঞান অর্জন সময়কাল যেন হস্তমৈথুনীয় সুখী সময়।
রবীন্দ্র সংগীত বেজে চলেছে একা একা, ঠিক যেন সঙ্গম পরবর্তী নিঃসঙ্গ সময়কাল।হাসি পাচ্ছে আমার।সবকিছু ভাঙ্গছে।সন্তান পরবর্তী সময়ে নারীর স্রাব ভাঙ্গার মত।
২৫/১২/২০১৭
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫১
সাইন বোর্ড বলেছেন: হ্যাঁ, সব কিছুই ভাঙছে....মানুষ ভাঙছে, সম্পর্ক ভাঙছে, কবিতা ভাঙছে....
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:১৫
চাঁদগাজী বলেছেন:
বিশ্রী ছবি