নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা ছেড়ে যায় জন্মবাড়ি-যারা যায় তারা বুঝে
শুধু কি জন্মবাড়ি-জন্মনাড়ি কি নয়?
এই যারা চলে যায়-কিম্বা যেতে হয়।কিসের আশায়?
প্রাণের ভয়।–শুধুই কি প্রাণের ভয়-আর কিছু নয়
উন্নত জীবন!-মা বুঝি সন্তানেরে রেখেছিল অবহেলায়?
না কি সন্তান তার অবুঝ?
কাঁঠালের তলাতে যে মিষ্টি ছায়া বুকে নিয়ে বসে রয় ঘুঘু ডাকা নির্জন দুপুর
সে কি পিছু ডাকে?-নাকি জীবন অতি নিষ্ঠুর?
যারা চলে গেছে লেবুগন্ধ রৌদ্দুর ছেড়ে-অন্য কোন দেশে তারা পেয়েছে জীবনের স্বাদ?
যারা ছেড়ে চলে যায়-জন্মবাড়ি,তারা কি শুনতে পায়-ডাক
আয়
ফিরে আয়
লেবুগন্ধমাখা মাটির মায়ায়।
২২/১২/২০১৭
২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৩
সুদীপ কুমার বলেছেন: বিষয়টা আপেক্ষিক।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৬
নূর-ই-হাফসা বলেছেন: কবিতা র কথা গুলো সুন্দর । আমার ভালো লেগেছে ।
২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৩
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৮
তারেক_মাহমুদ বলেছেন: যারা ছেড়ে চলে যায়-জন্মবাড়ি,তারা কি শুনতে পায়-ডাক
আয়
ফিরে আয়
লেবুগন্ধমাখা মাটির মায়ায়
এটাই আমার কাছে বেষ্ট লাইন।
২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪২
সুদীপ কুমার বলেছেন: অসংখ্য ভালোলাগা।
©somewhere in net ltd.
১| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৩
আহমাদ মাগফুর বলেছেন: ভালো লিখছেন ভাই। এই দুঃখ তাদেরই হয়, যাদের একটা মায়া জন্মায়। ঘর, প্রকৃতি, কিংবা বন্ধু বান্ধবে। তখনই ছেড়ে যেতে খারাপ লাগে। আর যাদের একটাও হয় না, তাদের খারাপ লাগবে কেন?।