নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারা সকলে সম্মত হয় আর শিশুদের হাতে তুলে দেয়।
একটির পর একটি দরজা খুলে যায়।অবশ্য দরজায় খিল দেওয়া ছিলনা
শিশুরা তো শিশুর মতই।যা দেওয়া যায় তাই হাতে নেয়।
একটির পর একটি দরজা খুলে যায়
আর শিশুরা হাতে পায় খেলনা
আর শিশুরা হাতে পায় বই
আর শিশুরা হাতে পায় খাতা
আর শিশুরা হাতে পায় প্রশ্ন,-পরীক্ষার সময় নয়
পরীক্ষার আগে।
তারা সকলে সম্মত হয় আর শিশুদের হাতে তুলে দেয়।
তারা সকলে সম্মত হয় আর গলা টিপে শিশুদের হত্যা করে।
মৃত শিশুরা বড় হয় আর গড়ে তুলে মৃতদের সমাজ।
১৯/১২/২০১৭
২১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৭
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
©somewhere in net ltd.
১| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।