নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতের আঁধার জড়িয়ে ধরে আলোকে।বলছে সে,- ভালোবাসি
তোমার সিক্ত ওষ্ঠে আমি এখন এক ডুবুরী।সংগ্রহ করি-
প্রেমের মনি-মুক্তা।অথবা লুন্ঠনকারী।যে কিনা লুট করে ভালোবাসা।
তুমি কি কখনো শুনেছো গর্জন,- বারি ভরা মেঘের?
এখন,তোমার- আমার শরীরে বিদ্যুৎ খেলছে।প্রেমের বিদ্যুৎ।
অখন্ড সময় আমরা ধরে ফেলি।আর তাকে বন্দী করি- খাঁচায়
না, এই সময় পালাতে চায়না।সে যে ভালোবাসার মিষ্টি সময়।
বৃষ্টি শেষ হলে
মেঘ কেটে গেলে
সুনীল আকাশ আমাদের ডাকে-
আয়
আয়।
আমি শুধু আউড়িয়ে যাই- ভালোবাসি
ভালোবাসি
ভালোবাসি।
১৬/১২/২০১৭
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৯
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৭
তারেক_মাহমুদ বলেছেন: ভালবাসার কাব্যিক প্রকাশ
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১০
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ তারেক।
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৮
মানুষ বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: ভালোবাসার কব্যমালা ভালো লেগেছে।