নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত্যুকে আশা করাই যায়,- যখন আমরা যুদ্ধক্ষেত্রে
এই মাটি আমাদের চেনা ছিল
আর শীতের মিষ্টি বাতাস আমাদের পথ দেখিয়েছিল
ডিসেম্বর এসেছিল একরাশ আনন্দ গোলাপ হাতে করে
আর নিয়ে এসেছিল স্বজন হারানোর তীব্র বেদনা নিয়ে।
১৯৭১ আমাদের ভালোবাসতে শিখায়-
শিখিয়ে দেয় কেমন তীব্র ভাবে ভালোবাসতে হয় বাংলাদেশকে।
১৯৭১ আমাদের ঘৃণা করতে শিখিয়ে দেয়-
ঘৃণা ঝরে পড়ুক পাকিস্থানীদের উপর
আর ঘৃণা ঝরে পড়ুক তাদের উপর যাদের জন্ম এই দেশের মাটিতে
কিন্তু বুকে লালন করে পাকিস্থানের জন্যে তীব্র ভালোবাসা।
১৯৭৫ আমাদের বলে সতর্ক থাকতে।
২০১৭।তোমরা যারা দেখোনি ১৯৭১
তোমরা যারা দেখোনি ১৯৭৫
তোমাদের হৃদয় পূর্ণ হোক দেশের প্রতি সুতীব্র ভালোবাসায়
তোমাদের হৃদয় পূর্ণ হোক ঘৃণায়-
ঘৃণা তাদের জন্যে যারা এখনও হৃদয়ে,মননে,চেতনায় ধারণ করে
পাকিস্থানের জন্যে মমতা।
৩০/১১/২০১৭
০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪২
রাজীব নুর বলেছেন: ভালো হয়েছে।