নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেইলি রোড বরাবরই কঙ্কাবতীর দখলে
যেভাবে শাড়ীর দোকান দখল করে রাখে
কর্তার পকেট।
মাটির কাপ ধোঁয়া উড়িয়ে চা উপহার দেয় আমাকে
অবশ্য পঞ্চাশ টাকা পীড়া দেবে যে কারও শুকনো মানিব্যাগকে
যা বলছিলাম- কঙ্কাবতী কাঁচের দরজা ঠেলে সামনে এগিয়ে আসে
ঠিক সেই সময় চা ঠোঁটে ছ্যাঁকা দেয়
চা নয় কঙ্কাবতীর উদ্ধত বুক আমাকে নাড়া দেয়।
এক কাপ রঙ চা আর পঞ্চাশ টাকা মূল্য ওজন করে
কঙ্কাবতীর ভারী নিতম্ব।
২৩/১১/২০১৭
২৪ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪২
সুদীপ কুমার বলেছেন: জানা ছিলোনা।অনাকাঙ্খিত ভুল।আর নাম বদলানো সম্ভব নয়।আমার অনেক লেখাই গড়ে উঠেছে এই নামকে কেন্দ্র করে।
২| ২৪ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৯
কানিজ রিনা বলেছেন: নিশ্চয় আপনার ভালবাসার প্রেমিকা কেউ
এমন করে অনুভব করুক তা চাননা।?
কঙ্কাবতীরা কখনও মা কন্যা বোন স্ত্রী।
এই তিনের স্নেহ ভালবাসার লালনে আপনি।
তাই নগ্ন কঙ্কাবতিকে এই তিনের ভিতর দেখতে
পাড়াই সমচীন। ধন্যবাদ।
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৬
সুদীপ কুমার বলেছেন: আপনি ভুল পথ ধরে লেখাটিকে নিয়ে গিয়েছেন।
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: নামটা পাল্টে দিলে ভাল হয়। কঙ্কাবতী নামে একজন সম্মানীতা জনপ্রিয় নারী ব্লগার অ্যাকটিভ আছেন।