নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কঙ্কাবতী কাছে এসে বললো, এসো আমরা জুয়া খেলি
সাথে সাথে হেসে উঠলো পৃথিবী
আর মরুভূমি সবুজে সবুজে ছেয়ে গেলো।
আমরা বসলাম সবুজ বাগিচায়
দু'জনের হৃৎপিন্ড রাখা হলো -
আশ্চর্য। হৃৎপিন্ডদ্বয় কখনো মিশে যায়
কখনোবা বিকর্ষিত হয়।
প্রতি দানে আমি হারলাম
হারলাম আর কঙ্কাবতীর সৌন্দর্য উপভোগ করলাম।
আমার হৃৎপিন্ডের ক্ষরণ লুকিয়ে রাখি সযত্নে।
২১/১১/২০১৭
২| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৬
Biniamin Piash বলেছেন: আপনার কবিতাটি একজন কার্টেসি ছাড়াই ফেসবুকে পোস্ট করেছে।
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৪
শামচুল হক বলেছেন: প্রতি দানে আমি হারলাম
হারলাম আর কঙ্কাবতীর সৌন্দর্য উপভোগ করলাম।